বাংলাহান্ট ডেস্ক, ভাইরাল ভিডিও : সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল (viral) হয়েছে এক অসমসাহসী মেয়ের ভিডিও (video)৷ মোবাইল ছিনতাই করে বাইকে পালানোর সময় দুই যুবককে ধরে ফেলে ১৫ বছরের মেয়েটি৷ অস্ত্র দিয়ে আঘাত করা সত্ত্বেও একজনকে সে পালাতে দেয় নি। ভিডিও ভাইরাল হতেই নেটদুনিয়ায় সাহসের প্রশংসা করছে সকলেই।

ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের জলন্ধরে৷ ফতেহপুরী মহল্লার বাসিন্দা কুসুম কুমারী যখন বাড়ি ফিরছিলেন তখন একটি বাইক তার পিছু পিছু আসে। শুনশান রাস্তার সুযোগ বুঝেই বাইক আরোহী তার হাত থেকে ফোন ছিনিয়ে নেয়।কিন্তু মেয়েটি সাহসের পরিচয় দেয়। দৌড়ে গিয়ে হাত ধরে ফেলে বাইকের পেছনে বসা যুবকটিকে।
হাত ধরে কিছুক্ষণ বাইকের পেছনে দৌড়াবার পর সে তার টি-শার্ট এর নাগাল পায় তাকে ধরে ফেলেন এবং তাকে বাইক থেকে টেনে আনেন।
দুস্কৃীতি তার কব্জিতে একটি ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা করতেও দেখা যায়৷ কিন্তু কুমারি তাকে ছাড়ে না।
এরই মধ্যে এক পথচারী ঘটনাটি লক্ষ্য করে ছুটে আসেন। ছুটে আসেন আরো কয়েকজন পথ চারীও। সকলে মিলে অভিযুক্তকে ধরে ফেলে। পুরো ঘটনাটি রেকর্ড হয়েছে রাস্তার এক সিসিটিভি ক্যামেরায়। সেই ভিডিও পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়ে যায়।
অভিযুক্তদের মধ্যে একজন বাসিন্দা ড্যানিশমন্ডার বেগমপুরা এলাকার বাসিন্দা অবিনাশ কুমার (২২) ওরফে আশু নামে একজনকে আটক করা হয়েছিল। অবিনাশের সহযোগী পলাতক এবং তার বিরুদ্ধে আইপিসির ৩৪৯ বি এবং ৩০7 (হত্যার চেষ্টা) মামলা করা হয়েছে।
https://www.instagram.com/tv/CEmF2TXHhTE/?igshid=6aytevq2biv
 
			 





 Made in India
 Made in India