বাংলা হান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় (Social Media) ঝড় তুলেছে তৃণমূল কংগ্রেস-র (Trinamool Congress) নব জোয়ার যাত্রা (Naba Jowar Yatra)। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে এই কর্মসূচীতে দেখা যাচ্ছে জনতার ঢল। নব জোয়ার পরিণত হয়েছে জন জোয়ারে। এমনই দাবি জোড়াফুল শিবিরের। এরই মধ্যে আরও একটি সাফল্যের চূড়া স্পর্শ করে ফেলল তৃণমূল কংগ্রেস।
সোশ্যাল মিডিয়া পরিসংখ্যান বলছে টুইটারে এই মুহুর্তে টপ ট্রেন্ডিং-এ রয়েছে ‘বাংলায় জন জোয়ার’। ইংরেজিতে লেখা ‘#BanglayJonoJowar’ ছাড়িয়ে গেছে ১ লক্ষ টুইট। যার ওর রীতিমতো উচ্ছ্বসিত তৃণমূলের আইটি সেল। এর অর্থ হল বাংলায় জনজোয়ারকে কেন্দ্র করে টুইট করেছেন ১ লক্ষেরও বেশি মানুষ।
জানা যাচ্ছে, কলকাতা এবং পশ্চিমবঙ্গের ভিতরে শীর্ষস্থানে রয়েছে এই টুইট। গোটা ভারতে রয়েছে ৩য় স্থানে। এই ঘটনাকে একটি সাফল্য হিসাবেই দেখছে তৃণমূল কংগ্রেস। তবে এই বিষয়ে এখনও দলের শীর্ষস্তর থেকে কোনও বিবৃতি আসেনি বলেই জানা যাচ্ছে।

তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড র জনসংযোগ কর্মসূচি তৃণমূলে নব জোয়ার যাত্রা আজ শুক্রবার ৫১ দিনে পড়েছে। বর্তমানে দক্ষিণ ২৪ পরগনা জেলায় রয়েছে অভিষেকের যাত্রা। শুক্রবার কাকদ্বীপে এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা হবে। কাকদ্বীপে নব জোয়ার যাত্রার সভা থেকে যৌথ বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যাত্রা বিপুল সাড়া ফেলে দিয়েছে। নবজোয়ার যাত্রা চলাকালে সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন অভিষেকের হাত ধরে। যার ফলে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছিল।
নব জোয়ার যাত্রায় জেলার সূত্রপাত কর্মসূচিতে স্বাগত অনুষ্ঠানে সবথেকে বেশি জন সমাগম হয়েছে উত্তর ২৪ পরগনার কাঁপা মোড়, কাছড়াপাড়া এলাকায়। পূর্ব মেদিনীপুরের চন্ডীপুর থেকে নন্দীগ্রাম ২০ কিলোমিটার হেঁটে পদযাত্রায় রেকর্ড করেছেন অভিষেক।





Made in India