বাংলা হান্ট ডেস্ক: টালা ব্রিজ বন্ধ হওয়ার পর থেকেই বিশাল ভোগান্তি ও অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন নিত্যযাত্রীরা। তাদের বেশিরভাগ জনের সাথে কথা বলে জানা গেছে, একদিকে যেমন দুম করে টালা ব্রিজে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে, কিন্তু অন্যদিকে এই অচলাবস্থা নিয়ন্ত্রণ করার বিভিন্ন তথ্যের কোনটাই তাদের কাছে পরিষ্কার নয়। কোন বাস কোন দিকে যাবে তাও জানতে পারছেন বলেই অভিযোগ যাত্রীদের। এবার যাত্রী দুর্ভোগ দূর করতে নতুন পরিকল্পনা নিতে চলেছে রাজ্য পরিবহন দফতর।
চলতি সপ্তাহের শুক্রবার থেকেই উত্তর কলকাতায় আরও শতাধিক মিনি-বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহন বিভাগ। রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে বুধবার সংবাদমাধ্যমে বলেন, ‘উত্তর কলকাতায় যান-চলাচল স্বাভাবিক রাখতে আমরা নভেম্বর মাস থেকেই ডানলপ থেকে আরও প্রায় নতুন ১০০টি মিনিবাস চালানোর সিদ্ধান্ত নিয়েছি।’

প্রসঙ্গত, টালা ব্রিজ বন্ধ হওয়ার পর বিভিন্ন বাসের রুট পরিবর্তন হয়ে গেছে। ২০২ নম্বর বাস সেগুলির মধ্যে একটা। এই বাস লেকটাউন হয়ে চলাচল করে নাগেরবাজার-সায়েন্সসিটি রুট ধরে। এবং ওই রুটে লেকটাউন থেকে উল্টোডাঙ্গা পর্যন্ত অটোরিকশাও চলাচল করে। অটো চালকরা বাস রুট বদল হয়ে যাওয়ার কারণে যথেষ্ট আপত্তি জানিয়েছিল। অভিযোগ, বৃহস্পতিবার সকালে লেকটাউন জয়া সিনেমা হলের সামনে অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রী তুলছিল ২০২ রুটের একটি বাস। তা দেখতে পেয়ে রেগে গিয়ে তেড়ে আসেন অটোচালকেরা। ঘটনাচক্রে বাসের চালক নজরুল মোল্লা কে বাস থেকে টেনে নামিয়ে তাকে বেধড়ক মারধর করেন তারা। মারের চোটে মুখ ফেটে যায় বাসচালক নজরুল এর।
এই ঘটনার খবর সিন্ডিকেটে পৌঁছানোর পর বাসচালক ও কর্মীরা বন্ধ করে দেয় ২০২ রুটের বাস চলাচল। আহত বাসচালক নজরুল মোল্লা থানায় গিয়ে ঘটনার অভিযোগ জানিয়েছে। ঘটনায় ৪ অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিস।





Made in India