টেকঅফের পরেই ভয়াবহ দুর্ঘটনা, আহমেদাবাদে ভেঙে পড়ল লন্ডনগামী বিমান! ২৪২ জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ভয়াবহ বিমান দুর্ঘটনা (Plane Crash) আহমেদাবাদে। বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ বিমানবন্দরের কাছে মেঘানিনগরে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানটি। লন্ডনে যাচ্ছিল দুর্ঘটনাগ্রস্ত বিমানটি (Plane Crash)। জানা গিয়েছে, টেক অফের পরেই ভেঙে পড়ে বিমানটি, তারপরেই আগুন ধরে যায় বিমানে। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ২৪২ জন যাত্রী ছিল বিমানে। এখনো পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা (Plane Crash)

আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডন যাচ্ছিল বিমানটি। জানা গিয়েছে, টেকঅফ করার পরেই ভেঙে পড়ে বিমানটি (Plane Crash)। একটি বহুতল বাড়ির উপরে ভেঙে পড়ে বিমানটি। কার্যত ধ্বংস হয়ে গিয়েছে বাড়িটি। আশেপাশে আরো কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আহমেদাবাদের মেঘানিনগরে যে স্থানে বিমানটি ভেঙে পড়েছে, সেটি বেশ জনবহুল এলাকা। এই দুর্ঘটনার জেরে স্থানীয় এলাকাতেও বাসিন্দাদের হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

242 passengers may be dead in ahmedabad plane crash

কতজন ছিলেন বিমানে: ভেঙে পড়ার পরেই আগুন ধরে যায় দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে (Plane Crash)। টুকরো টুকরো হয়ে গিয়েছে বিমানটি। এখনো পর্যন্ত জানা গিয়েছে, বিমানটিতে মোট ২৪২ জন ছিলেন। তাদের মধ্যে ২৩২ জন ছিলেন যাত্রী এবং ১০ জন ছিলেন পাইলট সহ বিমান কর্মী। যুদ্ধকালীন পরিস্থিতিতে শুরু হয়েছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত কতজন হতাহত হয়েছে তার খবর মেলেনি। তবে দুর্ঘটনার অভিঘাত দেখে মনে করা হচ্ছে, বিমানে (Plane Crash) থাকা ২৪২ জনেরই মৃত্যু হতে পারে।

আরো পড়ুন : বদলের বাংলাদেশে সম্মান নেই কবিগুরুরও, রবীন্দ্রনাথের পৈতৃক ভিটেতে হামলা উন্মত্ত জনতার! চলল যথেচ্ছ ভাঙচুর

কেন ঘটল দুর্ঘটনা: টেকঅফ করার পরেই বিমানটি ভেঙে পড়ে বলে খবর। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। কিন্তু দুর্ঘটনার (Plane Crash) ঠিক কারণ কী তা এখনো জানা যায়নি। দুর্ঘটনার কারণ নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণ রয়েছে এই দুর্ঘটনার পেছনে? উঠতে শুরু করেছে নাশকতার সম্ভাবনাও। উল্লেখ্য, লন্ডনের উদ্দেশে যাচ্ছিল বিমানটি। লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য প্রচুর পরিমাণে জ্বালানি মজুত ছিল বিমানে। তার জেরে ঘটে বিরাট বিষ্ফোরণ।

আরো পড়ুন : আজও উত্তপ্ত বিধানসভা, মুর্শিদাবাদ-মহেশতলার মুলতুবি প্রস্তাব খারিজে বিক্ষোভ! গেরুয়া পতাকা হাতে প্রতিবাদ BJP-র

ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়ান তরফে দুর্ঘটনার দায় স্বীকার করে একটি বিবৃতি দেওয়া হয়েছে। দুর্ঘটনার ভয়াবহতায় তীব্র আতঙ্ক এবং চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়। এ বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা চলছে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।