বাংলাহান্ট ডেস্ক : ফের একবার বড় সুখবর কর্ম প্রার্থীদের জন্য। এবার নিয়োগ হতে চলেছে ভারতীয় রেল বিভাগে। এই কর্মী নিয়োগ করা হবে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) এবং রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সে সাব-ইনস্পেক্টর এবং কনস্টেবল পদে। এই সংক্রান্ত একটি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডসের পক্ষ থেকে। জানানো হয়েছে ভারতীয় রেল গোটা দেশ থেকে মোট ৪,৬৬০ জনকে এই পদে নিয়োগ করবে। এই পদে আবেদনের জন্য যোগ্যতা ও অন্যান্য বিষয় সম্পর্কে আলোচনা করা যাক।
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক উত্তীর্ণরা আবেদন করতে পারবেন সাব-ইনস্পেক্টর পদে। কনস্টেবল পদে আবেদন করার জন্য দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে।
মোট শূন্য পদের সংখ্যা : ৪৫২ জন সাব-ইনস্পেক্টর ও ৪,২০৮ জন কনস্টেবল নিয়োগ করবে রেল বিভাগ।
আরোও পড়ুন : LAC ঘেঁষে বিমানঘাঁটি তৈরির প্ল্যান BRO’র! চিনের সামনে খেল দেখাচ্ছেন এই দাপুটে মহিলা অফিসার
বয়সসীমা : ২০ থেকে ২৮ বছর বয়সীরা সাব-ইনস্পেক্টর পদে ও ১৮ থেকে ২৮ বছর বয়সীরা কনস্টেবল পদে আবেদন করার যোগ্য।
মাসিক বেতন : সাব-ইনস্পেক্টর পদে মাসিক ৩৫,৪০০ টাকা ও কনস্টেবল পদে মাসিক ২১,৭০০ টাকা বেতন দেওয়া হবে।
আরোও পড়ুন : উধাও হচ্ছে Apple, পিছিয়ে পড়ছে দিনের পর দিন! স্মার্টফোনের দুনিয়ায় এবার ফার্স্ট পজিশনে এই সংস্থা
আবেদনমূল্য : ৫০০ টাকা
আবেদন পদ্ধতি : আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডসের ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট নোটিফিকেশনে ক্লিক করে প্রার্থীদের আবেদন জানাতে হবে।

নিয়োগ প্রক্রিয়া : কম্পিউটার বেসড টেস্ট, ফিজ়িক্যাল এফিশিয়েন্সি টেস্ট এবং ফিজ়িক্যাল মেজ়রমেন্ট টেস্টের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।
আবেদনের শেষ তারিখ : ১৪/০৫/২০২৪





Made in India