বাংলা হান্ট ডেস্ক: রাস্তায় পড়ে থাকা ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ! দেখা গেল রাশি রাশি টাকার বান্ডিলে ভরে রয়েছে ব্যাগ। এমতাবস্থায়, সেখানে থাকা ২০০০ ও ৫০০-র নোটের বান্ডিল দেখেই রীতিমতো চমকে উঠেছিলেন এক পুলিশকর্মী! তারপরেই কয়েক লক্ষ টাকা বোঝাই ওই ব্যাগ তিনি তৎক্ষণাৎ পৌঁছে দেন স্থানীয় থানায়। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ছত্তীশগঢ়ের নব রাইপুরের কাছে।
জানা গিয়েছে, নীলম্বর সিংহ নামের ওই কনস্টেবল ছত্তীশগঢ়ের নব রাইপুরের কেয়াবাঁধা পোস্টে কর্মরত রয়েছেন। এমতাবস্থায়, গত শনিবার সকালে মানা থানার অন্তর্গত এলাকায় একটি স্কুলের সামনে রাস্তার মধ্যে একটি ব্যাগ পরে থাকতে দেখেন তিনি। এদিকে, ওই ব্যাগটিকে খুলতে গিয়েই তিনি অবাক হয়ে যান। শুধু তাই নয়, ওই ব্যাগ থেকে ২০০০ ও ৫০০ টাকার নোটে সব মিলিয়ে উদ্ধার হয় ৪৫ লক্ষ টাকা। এছাড়াও, ওই ব্যাগে কিছু অলঙ্কার এবং কাগজপত্রও ছিল। এমতাবস্থায়, তিনি ওই ব্যাগটিকে স্থানীয় থানায় জমা দিয়ে দেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে, সেখানকার অতিরিক্ত পুলিশ সুপার সুখনন্দন রাঠৌর জানিয়েছেন যে, “মানা থানার অন্তর্গত এলাকায় রাস্তার মধ্যে ব্যাগ পরে থাকতে দেখেন ওই কনস্টেবল। সেই ব্যাগ খুলে কয়েক লক্ষ টাকা দেখতে পান তিনি। তারপরেই তিনি তা পুলিশের শীর্ষ আধিকারিকদের জানান এবং সিভিল লাইন্স থানায় এসে ওই ব্যাগটিকে জমা দিয়ে যান।’’ যদিও, রাস্তার মাঝে এই বিপুল টাকার ব্যাগ কে বা কারা রেখেছিল সে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
रायपुर पुलिस में यातायात आरक्षक नीलाम्बर सिन्हा को ड्यूटी के दौरान रोड में 45,00,000 रुपये के नोट मिले जिसे उन्होंने थाने में जमा कर दिया. pic.twitter.com/YSitLNvLUc
— Awanish Sharan 🇮🇳 (@AwanishSharan) July 23, 2022
ঘোষণা করা হয়েছে সততার পুরস্কার: এদিকে, লক্ষ লক্ষ টাকা ভর্তি ব্যাগ নাগালের মধ্যে পেয়েও ওই কনস্টেবল যে ভাবে সততার সঙ্গে তা থানায় ফেরত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন সেই কারণে তাঁকে পুরস্কৃত করার কথা ঘোষণা করা হয়েছে। এদিকে, ইতিমধ্যেই IAS অবনীশ শরণ এই ঘটনাটির প্রসঙ্গ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। যা ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে। পাশাপাশি, এই খবর জানার পর ওই কনস্টেবলকে কুর্ণিশও জানিয়েছেন সকলে।





Made in India