বাংলা হান্ট ডেস্ক:এক সময় বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের অটোগ্রাফ করা জুতো বিক্রি হয়েছিল ১ কোটি ৩১ লাখ টাকায়।সেটিই সবথেকে বেশি ছিল।কিন্তু এবার সেই দাম ছাপিয়ে গেল
১৯৭২ সালে তৈরি হয়েছিল একটি জুতো।তবে সেই জুতো একটা ইতিহাসের সাক্ষী রয়েছে। ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা নাইকি-র কো-ফাউন্ডার বিল বোয়ারম্যান বানিয়েছিলেন এই জুতো। ১৯৭২ অলিম্পিকে যে প্রতিযোগীরা দৌড়েছিলেন, তাঁদের ট্রায়াল দেওয়ার জন্য ১২ পিস তৈরি করা হয় এই জুতো। তবে তার মধ্যে এই একটি জুতোই এখনও অক্ষত রয়েছে। তাই এই জুতোর দাম সাড়ে তিন কোটি টাকা।





Made in India