বাংলাহান্ট ডেস্কঃ সেপ্টেম্বর মাসে রবিবার ছাড়াও ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক (bank)। এই মুহুর্তে করোনা পরিস্থিতির কারনে বিভিন্ন কাজকর্ম বন্ধ থাকলেও সাধারণ মানুষকে নিয়মিত ভাবে ব্যাংকে যেতে হচ্ছে। ব্যাংকের পরিষেবাও সামাজিক দূরত্ব বিধি মেনে অবিচ্ছিন্ন রয়েছে। তবে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির নিয়ম অনুযায়ী বন্ধ থাকছে ব্যাংক।

প্রতিমাসের মতই সেপ্টেম্বর মাসে রিজার্ভ ব্যাংক যে ছুটির তালিকা দিয়েছে সেই হিসাবে একটি সরকারি ছুটি রয়েছে। এছাড়া দুটি শনিবারও নিয়ম মেনে বন্ধ থাকছে ব্যাংক। একই সাথে এখনও পর্যন্ত রাজ্য যে লকডাউনের ঘোষনা করেছে সেই তালিকা যোগ করলে রবিবার ছাড়া মোট ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক।
৭ সেপ্টেম্বর : ৭ সেপ্টেম্বর রাজ্যের এই মাসে প্রথম সাপ্তাহিক লকডাউন। তাই লকডাউনের নিয়ম মেনে বন্ধ থাকবে রাজ্যের সমস্ত ব্যাংকিং পরিষেবা
১১ সেপ্টেম্বর : ৭ সেপ্টেম্বর এর পর ১১ সেপ্টেম্বর রাজ্যের এই মাসে দ্বিতীয় সাপ্তাহিক লকডাউন। তাই লকডাউনের নিয়ম মেনে বন্ধ থাকবে রাজ্যের সমস্ত ব্যাংকিং পরিষেবা।
১২ই সেপ্টেম্বর : দ্বিতীয় শনিবারের ছুটির নিয়ম মেনে বন্ধ থাকবে ব্যাংক।
১৭ই সেপ্টেম্বর : ১৭ই সেপ্টেম্বর মহালয়ার দিন রয়েছে সরকারি ছুটি। এদিন বাংলার সমস্ত ব্যাংক বন্ধ থাকবে
২৬শে সেপ্টেম্বর : ২৬শে সেপ্টেম্বর মাসের চতুর্থ শনিবার হওয়ায় সমস্ত ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে।
প্রসঙ্গত, এখনো রাজ্য সরকার সেপ্টেম্বর মাসের সব লকডাউনের দিন ঘোষনা করে নি। যদি গত মাসের মত লকডাউনের দিন বদল হয় তবে ব্যাংকের পরিষেবা দেওয়ার দিনও বন্ধ থাকবে !





Made in India