বাংলা হান্ট ডেস্কঃ মহেন্দ্র সিংহ ধোনি, ভারতীয় ক্রিকেটে এমন এক নাম যার নেতৃত্বে একের পর এক মাইলফলক ছুঁয়েছে ভারতীয় দল। তা সে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ই হোক, কিম্বা ২০১১ সালে একদিনের বিশ্বকাপ জয়। তিনি এমন একজন অধিনায়ক যার ক্যাবিনেটে রয়েছে তিন তিনটি আইসিসি ট্রফি। তবে একজন ক্যাপ্টেন কত বড় তা শুধু জয় দিয়ে বিচার হয় না, বরং বিচার করতে গেলে দেখতে হবে কতজন নতুন খেলোয়াড়কে তৈরি করেছেন তিনি। আসুন আজ দেখে নেওয়া যাক এমন ৫ জন খেলোয়াড়কে যাদের তৈরি করেছিলেন ধোনি বা বলা যায় ধোনি না থাকলে যাদের প্রতিভা হারিয়ে যেত অন্ধকারেই।

বিরাট কোহলিঃ
বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলি নিজেই বলেন ধোনি তার কাছে গুরুর মতো। ধোনির আমলেই প্রথমবার ভারতীয় ক্রিকেট দল দেখেছিল বিরাটকে। শুরুটা অবশ্য ততখানি ভালো হয়নি, কিন্তু তার উপর সম্পূর্ণ বিশ্বাস রেখেছিলেন ধোনি। আর তার জেরেই এক রান মেশিনকে খুঁজে পায় ভারতীয় দল। এমনকি টেস্টেও ২০১১-১২ সালে বিরাট কোহলি অস্ট্রেলিয়া সফরে শুরুতে সেভাবে সফল হতে পারেননি। কিন্তু তাকে সুযোগ দেন ধোনি, এরপরেই অ্যাডিলেডে সেঞ্চুরি করে সকলকে চমকে দেন বিরাট। এমনকি ২০১২ সালে পার্থ টেস্টে নির্বাচকরা চেয়েছিলেন রোহিত শর্মাকে সুযোগ দিতে। কিন্তু ধোনির নির্দেশে বেছে নেওয়া হয় কোহলিকেই।

রোহিত শর্মাঃ
একাধিক ইন্টারভিউতে রোহিত নিজেই স্বীকার করেছেন, তাকে ওপেনার বানানোর পিছনে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। একদিকে যেমন ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে সুযোগ দিয়েছিলেন মাহি। তেমনই আবার ২০১৩ সালে তাকে ওপেনার বানানোর পিছনেও কাজ করেছিল ক্যাপ্টেন কুলের মস্তিষ্ক। আর এর পরেই কার্যত খেলায় বদলে যায় হিটম্যানের।

রবীন্দ্র জাদেজাঃ
আজও বাঁহাতি স্পিনার তথা অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাদেজা ভারতের অন্যতম ভরসা। এই স্যার জাদেজাকে তৈরীর ব্যাপারেও বড় ভূমিকা ছিল ক্যাপ্টেন কুলেরই। ধোনির অধিনায়কত্বে সিএসকে -র হয়ে খেলতেন জাদেজা। কাছ থেকে তাকে দেখার পরেই ধোনির অন্যতম প্রিয় পাত্র হয়ে ওঠেন তিনি। আর সেই কারণেই ভারতীয় দলে সুযোগ দেওয়া হয় এই বাঁহাতি স্পিনারকে।

সুরেশ রায়নাঃ
মিস্টার আইপিএল সুরেশ রায়না কার্যত নিজের প্রতিভার সবচেয়ে সুন্দর বিকাশ ঘটাতে পেরেছিলেন ধোনির নেতৃত্বেই। এই ম্যাচ উইনারকে কার্যত নানা ভাবে ব্যবহার করেছেন মাহি। অনেকটা সৌরভ গাঙ্গুলী যেভাবে ব্যবহার করেছিলেন যুবরাজ সিংহকে তেমনি বল, ব্যাট এবং ফিল্ডিং তিনটি ক্ষেত্রেই সুরেশ রায়নাকে সুন্দর ভাবে ব্যবহার করেছেন ধোনি। শুধু যে ভারতের হয়ে তাই নয় আইপিএল সিএসকেতেও দুজনের দুর্দান্ত কেমিস্ট্রি একাধিক জয় এনে দিয়েছে ইয়োলো ব্রিগেডকে।

রবীচন্দ্রন অশ্বিনঃ
এই ম্যাচ উইনার প্রধানত তৈরি মহেন্দ্র সিংহ ধোনির হাতেই। টেস্ট ক্রিকেটে তার ব্যাটিংকেও অসাধারণভাবে ব্যবহার করেছেন ধোনি, শুধু তাই নয় বল হাতেও ধোনির আমলে তিন ফরম্যাটেই সেরা পারফর্মেন্স উপহার দিয়েছেন রবীচন্দ্রন অশ্বিন। ২০১০ সালে প্রথম আইপিএলে সিএসকে এর হয়ে মাঠে নেমেছিলেন অশ্বিন। তারপর তার বুদ্ধিমত্তাকে নানা ভাবে ব্যবহার করেছেন মাহি। এমনকি একটা সময় যে খানিকটা থেমে বল করা শুরু করেছিলেন অশ্বিন, সেই বুদ্ধিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে দিয়েছিলেন ধোনিই।





Made in India