বাংলা হান্ট ডেস্ক : পোশাক কিনতে যে মেয়েরা সব থেকে বেশি ভালোবাসে সে কথা কারোর অজানা নেই। কিন্তু প্রিয় জন যদি কয়েক বছরের পোশাক একেবারে উপহার করে তাহলে কেমন লাগবে একবার ভেবে দেখুন!
সম্প্রতি ঘটল এমনই এক ঘটনা। জার্মানির ৮৩ বছরের এক বৃদ্ধা স্বামী তার স্ত্রীকে ৫৫ হাজার ডিজাইনের গাউন কিনে দিয়েছেন। একই পোশাক যাতে দ্বিতীয় বার পড়তে না হয় সেই কারণেই এমন সিদ্ধান্ত জানালেন ব্রোকম্যান।
অনেক বছর আগে একটি ডান্স পার্টি তে তার স্ত্রীর সাথে আলাপ হয় ব্রোকম্যানের। সেখান থেকে প্রেম ও তার পরে বিয়ে। কিন্তু তার স্বামীর একটিমাত্র ইচ্ছে, যে তার স্ত্রীকে যেন একই পোষাক দ্বিতীয়বার না পড়তে হয়। সেই পরিকল্পনা মতই প্রায় ৬১ বছর ধরে ৫৫হাজার ডিজাইনার গাউন কিনেছেন ওই ব্যক্তি। এবং নিজের গ্যারেজে দোকানের মত করে সাজিয়ে রেখেছে ওই গাউন।





Made in India