বাংলা হান্ট ডেস্ক : হায়দরাবাদের গণধর্ষণ ও খুনের ঘটনার রেশ কাটতে না কাতেই আবারও দেশে নৃশংস ঘটনা ঘটল। এবার স্থান উত্তরপ্রদেশে। শনিবারের এই ঘটনায় রীতিমতো উত্তজেনা ছড়িয়েছে গোটা আলগড় চত্বরে। বিক্ষুব্ধ গ্রামবাসীদের জন্য মোতায়েন করা হয়চেছে অতিরিক্ত পুলিশ বাহীনী।
জানা গিয়েছে, শনিবার ওই ছয় বছরের স্কুল পড়ুয়া তাঁর স্কুলে একটি অনুষ্ঠান দেখতে সকালেই স্কুলে পৌঁছায়। স্কুলের অনুষ্ঠানে হাজির ছিলেন গ্রামবাসীরাও। কিন্তু বেলা গড়িয়ে গেলেও মেয়ে না ফিরে আসায় রীতমতো চিন্তায় পড়ে পরিবারের সদস্যরা। এরপর মেয়েটির খোঁজে বেরিয়ে পড়েছে পরিবারের সদস্যরা।কিন্তু পাওয়া যায়নি।
অবশেষে স্কুলের পাশে একটি জঙ্গল থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। নগ্ন অবস্থায় শিশু নিথর দেহ উদ্ধারের পর ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। ঘটনাস্থলে আসে আলিগড় থানার বিশাল পুলিশ বাহিনী।প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান তাঁকে ধর্ষণের পর বেল্ট চেপে খুন করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে আলিগড় থানার পুলিশ।
অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। একদিকে হায়দরাবাদ নিয়ে উত্তপ্ত গোটা দেশ।তারই মঝে এহেন ঘটনার জেরে কার্যত আবারও মহলাদের নিরাপত্তাহীনতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তবে যে এখনও নিজেকেই চেনে না তাঁকে কিভাবে ধর্ষণ করা হল। উঠছে প্রশ্ন।





Made in India