বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছরে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে ইডি (ED)। সম্প্রতি প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সংস্থা ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’এর (Leaps and Bounds) অধীনে থাকা আটটি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে অভিষেকের সংস্থার সম্পত্তি বাজেয়াপ্তকরণের কথা জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
ইডি আদালতে যে আটটি সম্পত্তির কথা উল্লেখ করেছে তার মধ্যে রয়েছে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রের নামে কেনা ২টি বাড়ি। এবার অভিষেকের বাবার নামে কেনা সেই বাড়ির দিকে নজর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। বাজেয়াপ্ত করা সেই বাড়ি নিলামে কেনার ইচ্ছা প্রকাশ করলেন তিনি। শুভেন্দু বললেন, ‘ওই বাড়িতে অনাথ আশ্রম বানাব।’
বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের ছোট আঙারিয়ায় বিজেপির সভায় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম বিধায়ক শুভেন্দু অধিকারী। সেখানে দাড়িয়েই তিনি বলেন, ‘এই ভিখারি পিসি খালপাড়ে থাকে, ওদিকে কত বাড়ি করেছে জানেন? ইডি ২টো বাড়ি অ্যাটাচ করেছে। একটা কয়লা ভাইপোর বাপের বাড়ি। আরেকটা লিপস অ্যান্ড বাউন্ডসের বাড়ি। ওই দুই বাড়িই প্রাসাদ। আমি ED-কে বলব তাড়াতাড়ি নিলাম করুন। আমার হাতে লোক আছে, বাড়িটা কিনবে। বাড়িটা কিনে সেখানে একটা অনাথ আশ্রম তৈরি করব’।
আরও পড়ুন: রেশন দুর্নীতিতে তোলপাড়! সাতসকালে দুই তৃণমূল নেতার বাড়িতে ED, ভাঙা হচ্ছে তালা

প্রসঙ্গত, ওই অ্যাটাচ হতে চলা আট সম্পত্তির তালিকায় শুভেন্দুর উল্লেখিত ওই দুই বাড়ি ছাড়াও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অন্তত ৩টি নির্মিয়মান বাড়ি রয়েছে। ইডি সূত্রে এমনটাই খবর। গতকাল সভায় দাঁড়িয়ে শুভেন্দু আরও বলেন, ‘লিপস অ্যান্ড বাউন্ডসের সম্পত্তি অ্যাটাচ করে ইডি তো সাহেব পর্যন্ত পৌঁছে গিয়েছে। এবার কখন তাকে ডেকে জামাই আদর করবে…তা আমি বলতে পারব না।’





Made in India