উন্নাও ধর্ষণকাণ্ডের শিকার হওয়া তরুনীর বাবার মৃত্যুর মামলার সাজা শোনানো হয়েছে। এই কাণ্ডে বিজেপির প্রাক্তন বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারসহ সাতজনকেই দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের জন্য ১০ লাখ টাকা জরিমানাও করেছে দিল্লির তিস হাজারী আদালত । আদালত জরিমানার পরিমাণ ক্ষতিগ্রস্থকে দেওয়ার নির্দেশ দিয়েছেন।আদালত জানিয়েছেন ধর্ষণের শিকার হওয়া ওই তরুনীর বাবাকে এত খারাপভাবে মারধর করার ফলে সে মারা গেছে।
ইউপি পুলিশের দুই কর্মকর্তাও রয়েছেন এদের মধ্যে , তাদেরো সাজা শোনানো হয়েছে। এই কর্মকর্তাদের একজন ঘটনার সময় মাখি থানার এসএইচও ছিলেন। একই সময়ে দ্বিতীয় মাখী থানায় উপ-পরিদর্শক পদে নিয়োগ দেওয়া হয়। টিস হাজারী আদালত গত ২ মার্চ উন্নাও ধর্ষণের শিকার বাবার হত্যার মামলায় রায় দিয়েছিলেন এবং বিজেপির প্রাক্তন বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারসহ সাতজনকে দোষী সাব্যস্ত করেছিলেন।
৯ই এপ্রিল ২০১৮ তে বিচারিক হেফাজতে মারা যান ওই ব্যক্তি। তার শরীরে একাধিক ক্ষত ছিলো বলে জানা গেছে। আর এই প্রসঙ্গে আবার কুলদীপ নানা বিরুপ মন্তব্য করেন। সে জানায় যে এই মৃত্যুর পেছনে তার হাত নেই। এর জন্য তিনি দায়ী নয়। এর আগে, নাবালিকাকে ধর্ষণের মামলায় প্রাক্তন বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারকে তিস হাজারী আদালত যাবজ্জীবন কারাদন্ড এবং২৫ লক্ষ টাকার জরিমানা করে।
আইপিসি-র ধারা ৩০৪ (অপরাধী হত্যাকাণ্ড), ১২০ বি (ষড়যন্ত্র), ১৬৬(সরকারী কর্মচারী যারা তার দায়িত্ব পালন করে না), ১৬৭ (ইচ্ছাকৃতভাবে কারও ক্ষতি করতে পারে), ১৯৩ (মিথ্যা প্রমাণ উপস্থাপন), ২০১২ (আইপিসির অপরাধ) এর অধীনে তাকে দোষী সাব্যস্ত করা হয়। আর এই দলে ছিলেন বিনীত মিশ্র, বীরেন্দ্র সিংহ, শশীপ্রতাপ সিংহ, সুমন সিংহ ও অতুল সেঙ্গার।আবার খবর সূত্রে জানা গিয়েছে কুলদীপ সেঙ্গারের ভাই ছিলেন অতুল। এখন তাদের প্রত্যেককেই জেলে রাখা হয়েছে। এবার দেখা যাক বিচারাধীনে থাকা অবস্থায় কনো পরিবর্তন হয় কিনা।





Made in India