অমিত সরকার: পাকিস্তানের বিজ্ঞানমন্ত্রী ও প্রযুক্তি বিষয়কমন্ত্রী ফাওয়াদ চৌধুরী টুইটে ভারতকে কটাক্ষ করেছেন।
ভারতের মহাকাশ যান চন্দ্রযান-২ চাঁদের বুকে অবতরণের আগমুহূর্তেই নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর তা নিয়ে ভারতের প্রতিবেশী পাকিস্তানের এক মন্ত্রী কটাক্ষ করে বলেছেন, যে কাজ পার না, তা করতে যাও কেন। চন্দ্রযান-২ কে খেলনার সঙ্গে তুলনা করে তিনি বলেছেন, চাঁদের বদলে মুম্বাইয়ে নেমে পড়েছে।

মিশন চন্দ্রযান-২ নিয়ে একের পর এক টুইট করে ভারতকে কটাক্ষ করতে থাকেন ফাওয়াদ চৌধুরী। তিনি লিখেছেন, ‘… যে কাজটা করতে পারো না, সেটা করারই দরকার নেই। প্রিয় এন্ডিয়া।’ ভারত ইন্ডিয়ার বানান যেভাবে লেখে তার বদলে ‘এন্ডিয়া’ লিখেছেন পাকিস্তানের মন্ত্রী।





Made in India