বাংলা হান্ট ডেস্ক: চন্দ্রযান 2 চাঁদের মাটি ছুঁয়েছে। ISRO-র সাফল্যে এখন গর্বিত পুরো দেশ। আর এরই মধ্যে আরশাদ শেয়ার করলেন একটি মজাদার ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে পাকিস্তানের কোনও এক জায়গায় একটি রকেট আকৃতির বেলুন ওড়ানো হচ্ছে আকাশে। ভিডিয়োটির ক্যাপশনে আরশাদ লিখেছেন, “আমার কোনও ধারণা ছিল না যে পাকিস্তানও রকেট লঞ্চ করেছে”। পাকিস্তানকে মক করার উদ্দেশেই অভিনেতা এই ভিডিয়োটা শেয়ার করেছেন সেটা বোঝাই যাচ্ছে।

উল্লেখ্য, বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান ২ পাঠানোর চেষ্টা করেছে ভারত। ল্যান্ডারের সফল অবতরণ করানোর চেষ্টা করানো হয়, কিন্তু চন্দ্রপৃষ্ঠে বিক্রম অবতরণ করলেও সম্ভব হয়নি যোগাযোগ স্থাপন। বিক্রম আছড়ে পড়ে চাঁদের মাটিতে। কিন্তু ঘটনাচক্রে অর্বিটারের তোলা ছবি প্রকাশ করে ISRO জানিয়েছে যে, বিক্রম ল্যান্ডার চাঁদের মাটিতে আছড়ে পড়লেও তা এখনও অক্ষত রয়েছে। ভারত ও ISRO-র এই প্রচেষ্টাকে প্রশংসা করে, পাকিস্তানের প্রথম মহিলা মহাকাশচারী নামিরা বলেন, “আমি ভারত ও ISRO-কে চন্দ্রযান-2 অভিযানের জন্য অভিনন্দন জানাতে চাই।”
প্রসঙ্গত, চন্দ্রযান ২ এর কাজ সম্পন্ন না হওয়ায়, কটাক্ষ করেছেন পাক মন্ত্রী ফাওয়াদ হুসেন, তিনি টুইটে লিখছেন, ‘অঅঅ…যে কাজটা করতে পারো না, সেটা করারই দরকার নেই। প্রিয় এন্ডিয়া।’ এক্ষেত্রে আবার ইন্ডিয়ার বদলে এন্ডিয়া লিখেছেন তিনি। যদিও এই ঘটনার পরেই ভারতীয়দের রোষের মুখে পড়তে হয়েছে ফাওয়াদ কে। কেউ লিখেছেন, ‘অন্যের সাফল্য দেখতে আপনাকে তা হলে সারা রাত জেগে থাকতে হল!’ অন্যদিকে ফাওয়াদ আবার নরেন্দ্র মোদীকে মহাকাশ বিজ্ঞানী বলেও ব্যঙ্গ করছেন। ভারতকে দরিদ্র দেশ বলে কটাক্ষ করলেন পাকিস্তানের এই মন্ত্রী।
 
			 





 Made in India
 Made in India