বাংলা হান্ট ডেস্ক: CBI ইশুতে রাজীব কুমারকে আক্রমনাত্মক সুরে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ আজ দিলীপ ঘোষ বলেন, ”চিদম্বরমও পালিয়েছিলেন, তাকেও রেহাই দেওয়া হয়নি৷ সবাই জানেন তিনি এখন কোথায় আছেন!, তাই রাজীব কুমার এবং তাঁকে যাঁরা সহযোগিতা করেছেন, তাদেরকেও ছেড়ে কথা বলা হবে না।

BJP রাজ্য সভাপতি শনিবার কোন্নগরে একটি নকআউট ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করতে এসেছিলেন৷ এখানে এসে সিঙ্গুর নিও নিজের বক্তব্য পেশ করেন দিলীপ। তিনি বলেন, ”সিঙ্গুরের জমি ফেরানোর আজ তিন বছর হলো পূরণ হয়েছে। কিন্তু সেই জমিতে একটা ধানও বোনা হয়নি। আমি প্রতিবছরই সেখানে যাই, চারদিকে শুধু কাশবন আর কাশবন। কৃষিও গেল, শিল্পও গেল। যে মানুষগুলো আশা করে জমি দিয়েছিলেন, অত্যাচারিত হয়েছিলেন, তাঁদের ভবিষ্যৎ কী হবে? মমতা ব্যানার্জি এখন ক্ষমতায়, কিন্তু তাঁদের কি হবে?”
শুধু তাই নয় দিলীপ ঘোষ আরও দাবি জানিয়েছেন, ‘শাসক দলের হয়ে কাজ করছে পুলিশ। বিরোধিতা করলেই লাঠিচার্জ করা হচ্ছে তাদের ওপর৷ ছোড়া হচ্ছে কাঁদানে গ্যাস-গুলি। গণতন্ত্র বাংলায় প্রায় শেষ হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, প্রতিনিয়ত বেড়ে চলা তৃনমূল বিজেপি সংঘর্ষে আরেকটু নুন ছড়িয়ে, বিজেপি সভাপতি দিলীপ ঘোষ প্রত্যাশিতভাবেই কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রীর বেতনবৃদ্ধির ঘোষণাকে। এদিন দিলীপ দাবি জানান, রাজ্য সরকার প্রতারণা করেছে সরকারি কর্মচারীদের সঙ্গে। এদিন রাজ্য বিজেপি সভাপতি বলেন, ‘এর আগে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়িয়েছিল রাজ্য। সেই টাকা কেউ চোখে দেখতে পেয়েছে কি? সবটাই হয়েছে মনে মনে।’





Made in India