বাংলা হান্ট ডেস্ক: শরৎ আসছে, আর সাথে আসছে শারদীয়া, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। রাস্তার মোড়ে মোড়ে সেজে উঠছে মণ্ডপ।গলি থেকে রাজপথ, সেজে উঠছে আলোর রোশনাই তে। একটাই কারণ, উমা আসছে ঘরে। আর তার সাথেই আসছে উমা শারদ সন্মান ২০১৯। একটি মণ্ডপে র মধ্যে দিয়ে প্রকাশ পায় যে অভিনব ভাবনা, যা অনেক দিনের পরিশ্রমের ফলে শিল্পী রা ফুটিয়ে তোলে একটু একটু করে, যে ভাবনাকে ফুটিয়ে বার্তা দাওয়ার জন্য মাসের পর মাস বাড়ি থেকে দূরে থেকে দিন থেকে রাত অক্লান্ত পরিশ্রম করে শিল্পীরা। সেইসকল ভাবনাকে পুরস্কৃত করতে একটা বিশেষ সন্মান উমা শারদ সন্মান ২০১৯। ইতিমধ্যেই কলকাতার নাম করা বিশেষ বিশেষ পুজো কমিটি গুলো যোগ দিয়েছে এই প্রতিযোগিতায়।

গত ৪ঠা সেপটেম্বর এই শারদ সন্মানের প্রথম সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয কলকাতা প্রেস ক্লাবে যেখানে উপস্থিত ছিলেন অনেক বিশিষ্ট ব্যাক্তিরা, ছিলেন তাদের প্রাউড পার্টনার অর্থাৎ কলকাতার দুর্বার মহিলা সংঘের প্রতিনিধি। সেইদিনই গ্রাম বাংলার টেরাকোটার কাজের বিশেষ গয়না, সেই শিল্পকে আরো মানুষের কাছে পৌঁছে দাওয়ার জন্য উমা শারদ সন্মান এর বিশেষ গয়নার প্রদর্শনী হয়। কাল, ২১ শে সেপ্টেম্বর। এই বিশেষ সন্মানিত প্রতিযোগিতা, উমা ২০১৯ এর দ্বিতীয় সাংবাদিক বৈঠক। এই বৈঠকটি অনুষ্ঠিত হবে এইদিন ৪.৩০ এ সল্টলেক করুণাময়ী প্রেস মিট এ। এবারও উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যাক্তিরা, এবার এই সাংবাদিক বৈঠকে কী নতুন চমক নিয়ে আসে উমা, তা জানা যাবে কাল ই।





Made in India