বাংলা হান্ট ডেস্ক: এখন বলিউডের পরিচালকের ওপর অভিনেত্রীরা অভিনেত্রীরা কয়েকজন পরিচালক- প্রযোজকদের ওপর অশ্লীল মানসিকতা দাবি তুলে ধরছেন। এবার সেই কাস্টিং কাউচ নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন ‘হেট স্টোরি’,‘সেক্রেড গেমস’ খ্যাত অভিনেত্রী সুরভিন চাওলা।
ছোটপর্দার অভিনেত্রী সুরভিন চাওলা বর্তমানে বেশ জনপ্রিয়। এখন অবশ্য তাঁকে সকলে এক ডাকেই চেনে। তবে এই পথটা কিন্তু মোটেই সহজ ছিল না সুরভিনের জন্য। কেরিয়ার গোড়ার দিকে প্রচুর কিছু শুনতে হয়েছিল সুরভিনকে।

সম্প্রতি, এক সাক্ষাৎকারে সুরভিন বলেন, “কেরিয়ারের গোড়ার দিকে একজন পরিচালক আমার ক্লিভেজ দেখতে চেয়েছিলেন। আর একবার অডিশন দিতে গিয়ে এক কাস্টিং ডিরেক্টর আমায় বলেছিলেন, আমি নাকি ওভার ওয়েট। সেই অছিলায় আমার থাই দেখতে চেয়েছিলেন সেই ব্যক্তি। আমার ওজন তখন ছিল মোটে ৫৬ কেজি ছিল। আর সেই জন্য আমাকে নাকচ করে দিয়েছিল।”
এমনকি দক্ষিণের এক পরিচালক তাঁকে বলেছিলেন, “ম্যাম আমি আপনার শরীরের প্রত্যেকটি ইঞ্চি সম্পর্কে জানতে চাই”।
কেরিয়ারের গোড়ার দিকে এসব শুনে সুরভিন নিজেকে গুটিয়ে রাখতেন খানিক। কিন্তু পরবর্তীতে নিজের মানসিকতা বদলান তিনি। ভাবলেন, কেনই বা এসব তিনি করছেন। এরপরই কাস্টিং কাউচের বিরুদ্ধে আওয়াজ তোলেন তিনি। বেশ কিছু ভাল কাজেরও প্রস্তাব পান।
সুরভিন বর্তমানে এক কন্যা সন্তানের মা। মেয়ের সঙ্গে বিভিন্ন মুহূর্তের ছবি প্রায়শই শেয়ার করেন নিজের সোশ্যাল মিডিয়ায়।





Made in India