বাংলা হান্ট ডেস্ক: ‘ধাড়াক’ ছবির ঈশানকে দেখলে এবং এখন ঈশানকে দেখলেন দেখলেন অনেকেই চলে যেতে পারেন। এমনই শরীর বানিয়েছেন তিনি।

আগস্টের শেষ দিকে খালি পিলে সিনেমার ফার্স্ট লুক প্রকাশ পায়। এতে দেখা যায় সিক্স প্যাকের আরেক ঈশানকে। একটি গাড়িকে পেছনে রেখে পরস্পরের দিকে রোমান্টিক দৃষ্টিতে চেয়ে আছেন ঈশান ও অনন্যা। গাড়িটিও সিনেমায় অনন্য এক ভূমিকায় আছে বলে জানা গেছে।
মঙ্গলবার টুইটারে একটি ছবি দেন ঈশান, “যেটি আমার প্রথম সিনেমা বিয়ন্ড দ্য ক্লাউডসের। গল্পের প্রয়োজনে শরীর কমিয়ে একেবারে লিকলিকে হয়ে গিয়েছিলাম তখন আমি”।
খালি পিলে সিনেমার সিনেমার জন্যই এমন রূপ নিলেন ঈশান। এতে তার বিপরীতে আছেন ইন্ডাস্ট্রির নতুন সেনসেশন অনন্য পাণ্ডে। রোমান্টিক ঘরানার সিনেমাটি পরিচালনা করছেন মকবুল খান। ২০২০ সালে ছবিটি মুক্তি পাবে।





Made in India