বাংলা হান্ট ডেস্ক : কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে বার বার পাকিস্তান ভারতকে পরমানু যুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছে। শুধু পরমানু যুদ্ধই নয় বড়সড় হামলার হুমকিও দিয়েছে ইমরান খান প্রশাসন। ভারতের ক্ষতি করতে পাক প্রধানমন্ত্রী উঠে পড়ে লেগেছে। কিন্তু পরমানু যুদ্ধে হলে শুধু ভারতই নয় গোটা বিশ্বই ক্ষতিগ্রস্থ হবে। বিশেষ করে ভারত ও পাকিস্তান উভয়েই। এমনটাই বলছে গবেষনা, শুধু তাই নয় যদি পাঁচ থেকে ছয় কোটি বছর পর ভারত ও পাকিস্তানের মধ্যে পরমানু যুদ্ধে হয় তাহলে দশ কোটি মানুষের মৃত্যুর সম্ভাবনা একেবারে অনিবার্য বলেই জানাচ্ছেন গবেষকরা।
তবে শুধুই মানুষের মৃত্যু নয়। বোমা বিস্ফোরণের ফলে আকাশ-বাতাস ও বায়ুমন্ডলের বিভিন্ন স্তরও ক্ষতিগ্রস্থ হবে।বিস্ফোরণের ফলে যে মেঘ তৈরি হবে তা সূর্যের আলোকে প্রবেশ করতে দেবে না আর এর ফলে শস্য ফলবে না। পাশাপাশি বিশ্বজুড়ে খাবারের জন্য হাহাকার তৈরি হবে এবং অনাহারেও অনেক মানুষ মারা যাবেন। আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল সায়েন্স অ্যাডভান্সেস এ প্রকাশিত একটি গবেষণা এমনটাই বলছে।
ওই বিজ্ঞান জার্নালের এক গবেষক আরও একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছেন, তিনি জানিয়েছেন 2025 সালে যদি পরমানু যুদ্ধ হয় তার খেসারত দিতে হবে গোটা বিশ্বকেই। এমনকি কাশ্মীর ইস্যু নিয়ে ভারত ও পাকিস্তান হাজার যুদ্ধ করলেও একসময় দুদেশের হাতে 500র বেশি পরমানু থাকবে না। অন্যদিকে পরমানু বিস্ফোরণের জেরে আগে ক্ষতিগ্রস্থ হবে বায়ুমন্ডল। তাতে সূর্যালকের আলো ভূপৃষ্ঠে পৌঁছাতে না পাড়ার ফলে ভূপৃষ্ঠের তাপমাত্রা অনেকটাই কমে যাবে।
পাশাপাশি বায়ুমন্ডলে যে মেঘের ঝুল ও ঝোঁয়া জমবে তা পরিষ্কার হতেই লাগবে দশ বছর। আর এই প্রসঙ্গে বলা হয়েছে হিরোসিমা ও নাগাসাকির পরমানু বিস্ফোরণের কথা। তারপর থেকে কিভাবে জাপান ক্ষতিগর্স্থ হয়েছিল তাঁর হিসেবও তুলে ধরেছেন গবেষকরা।





Made in India