বাংলা হান্ট ডেস্ক : লোকসভায় তিন তালাক অপরাধ বলে ঘোষণা করা হলেও এখনও অবধি মুসলিমদের মধ্যে তিন তালাক অব্যাহতই রয়েছে৷ তাই বিয়ের মাত্র ছয় মাসের মধ্যেই স্ত্রীকে তালাক দিলেন স্বামী৷ সংসার ফিরে পেতে শ্বশুরবাড়ির সামনে টানা সাত দিন ধরে ধর্নায় বসলেন এক যুবতী৷ ঘটনাটি ঘটেছে কোচবিহারের সিতাইএ৷
জানা গিয়েছে সিতাইয়ের চামটা বালা পুকুর এলাকার বাসিন্দা মিঠুন মিয়ার সঙ্গে ছয় মাস আগে বিবাহ হয়েছিল মৌ পিয়া খাতুনের৷ বিয়ের পর থেকেই তেমন কোনও সমস্যা ছিল না এমনকি দিব্যি সুখেই চলছিল সংসার৷ হঠাত্ সাত দিন আগেই মৌ পিয়াকে তালাক দেয় তাঁর স্বামী৷ মৌমিতার অভিযোগ স্থানীয় প্রশাসনের কাছে জানিয়েও কোনও কাজ হয়নি, তাই অধিকার আদায় করতে অবশেষে শ্বশুরবাড়িতেই ধর্নায় বসেছেন তিনি৷
তিন তালাক অপরাধ বলে বিবেচিত হওয়ার পরেও কী ভাবে এখনও তিন তালাক দেওয়া হচ্ছে? সে বিষয়ে তো প্রশ্ন উঠছেই তবে তালাকের বিরোধিতা করে একই ভাবে সাত দিন ধরেই শ্বশুরবাড়ির সামনে বসে রয়েছেন ওই যুবতী৷ উল্লেখ্য, ধর্নার ঘটনা এই প্রথমবার নয় এর আগেও কখনও প্রেমিকাকে ফিরে পেতে আবার কখনও প্রেমিককে ফিরে পেতে ধর্নায় বসেছিলেন যুবক যুবতীরা৷





Made in India