বাংলা হান্ট ডেস্ক: পূজা চলাকালীন শহরের বিপুল যানজট সামলানোর জন্য আলিপুর ও নিউ আলিপুর সংযোগকারী বেইলী ব্রীজের ট্রাফিক নিয়ম পরিবর্তন করা হয় যে পরিবর্তন আনেন ডিসি ট্রাফিক। কিন্তু সমস্যা সেখানে নয় সমস্যা হলো এই যে পুজোর পর এখনো পর্যন্ত চালু রয়েছে সেই নিয়ম। আর এই কারণের জন্য নিয়মিত ভোগান্তির মুখে পড়ছেন নিত্যযাত্রীরা।

২০১৮ সালে মাঝেরহাট সেতু বিপর্যয়ের কথা সকলের স্মরণে রয়েছে এই সেতু বিপর্যয়ে ঘটনার পরেই তৈরি করা হয় বেইলি ব্রিজ। রাজ্যের পূর্ত দফতর ও পূর্ব রেল পোর্ট ট্রাস্টের জমিতে যৌথভাবে এই সেতু নির্মাণ করে প্রধানত দুই চাকা ও চার চাকার ছোট গাড়ি চলাচলের জন্য। এই সেতু ও ব্যবহারের সময় নির্ধারণ করা হয় প্রতিদিন সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বেইলি সেতু দিয়ে উত্তরমুখী অর্থাৎ, কলকাতা থেকে বেহালার দিকে যান চলাচল করবে। এরপর অফিসফেরত টাইম, বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত দক্ষিণমুখী অর্থাৎ কলকাতা থেকে বেহালার দিকে যান চলাচল করবে।
কিন্তু পুজোর আগে এই নতুন নিয়ম বদলে ফেলা হয়। ডিসি ট্রাফিক এর নতুন নির্দেশ অনুযায়ী ঠিক করা হয় যে, এবার থেকে সারাদিনই ব্রিজ দিয়ে কেবল উত্তরমুখে যান চলাচল করবে, অর্থাৎ কলকাতা থেকে বেহালার দিকে যাওয়া গাড়িগুলি শুধুমাত্র বেইলি ব্রিজের উপর দিয়ে যেতে পারবে। এর ফলে বিকেল থেকে রাত পর্যন্ত অর্থাৎ অফিস থেকে ফেরার সময় বেইলি ব্রিজ ব্যবহার করতে পারছেনা বেহালা গামী যানবাহন গুলি। এই সমস্যা সমাধানের একটি মাত্র পথ হিসেবে ব্যবহার করা হচ্ছে দুর্গাপুর সেতুকে। যার ফলে প্রতিদিন বিকেলের পর একেবারে অচল হয়ে পড়ছে দুর্গাপুর সিটি। পুজোর পর থেকে প্রতিদিন এমন যানজটে তীব্র ভোগান্তিতে রয়েছেন বেহালাবাসী।





Made in India