বাংলা হান্ট ডেস্ক: দিওয়ালি তে মুক্তি পাওয়া বিগ বাজেটের মুভি গুলোর মধ্যে হাউসফুল ৪ প্রথমেই রয়েছে। আর মুভির প্রমোশনের জন্য ব্যস্ত রয়েছে মুভির সকল কাস্ট। আর সেই প্রমোশনের জন্যই গাড়িতে করে যাচ্ছিলেন রীতেশ। সিগন্যালে গাড়ি দাঁড়াতেই হঠাৎই গাড়ি থেকে নেমে মাঝ রাস্তার মধ্যেই নাচতে শুরু করলেন অভিনেতা রীতেশ দেশমুখ। বুঝুন তো কাণ্ড! এই কাণ্ড যে কেউ দেখলেই ভয়ে ঘাবড়ে যাবেন। সবাই ভাবতে পারেন এমন পাগলামোর কারণ টা কী? চলুন জেনে নেওয়া যাক।
আসলে সবটাই হচ্ছে ‘হাউসফুল-৪’এর প্রমোশনের দৌলতে। হাউসফুল-৪ এর ‘বালা, শয়তান কা শালা’ গানের লাইন ধরেই এমন কাণ্ড করতে দেখা গেছে রীতেশ দেশমুখকে। মুম্বইয়ের রাস্তায় সহ অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গেই যাচ্ছিলেন রীতেশ। সিগন্যালে গাড়ি দাঁড়াতেই হঠাৎ গাড়ি থেকে নেমে গিয়ে নাচতে শুরু করে দেন অভিনেতা। নিজেই দেখে নিন রীতেশের কাণ্ড….
https://www.instagram.com/p/B39FtbmnCXu/?utm_source=ig_web_copy_link
তবে শুধু রীতেশই নন, অক্ষয় কুমার, ববি দেওল, কৃতি শ্যানন, কৃতি খরবন্দা, পূজা হেগড় সহ হাউসফুল ৪ এর সমস্ত তারকাই এখন ছবির প্রমোশনে ব্যস্ত।কখনও বিমানে উঠে, কখনও আবার মেট্রোতে উঠে ‘বালা, শয়তান কা শালা’ গান ধরে ছবির প্রমোশন করতে দেখা যাচ্ছে তারকাদের। সম্প্রতি, মুম্বাই থেকে দিল্লি যাওয়ার একটি স্পেশাল এক্সপ্রেসে উঠে প্রমোশন করেন তারা। পুরো গাড়ি হাউসফুল ৪ এর পোস্টারে ঢাকা।
https://www.instagram.com/tv/B31cjcpH_Vo/?utm_source=ig_web_copy_link
প্রসঙ্গত, ২৫ অক্টোবর, দীপাবলিতে মুক্তি পাচ্ছে হাউসফুল ৪। ছবিটি একটি মাল্টি স্টারের কমেডি ছবি। ১৪১৯ থেকে ২০১৯, ৬০০ বছরের টাইম স্প্যানে দেখা যাবে এই হাউসফুল ৪ ছবিটি।





Made in India