বাংলা হান্ট ডেস্ক: “পৃথিবীর কালো সাদা হলুদ মানুষের গান তাদের স্বপ্ন এক মুহূর্তে সেই চিৎকার শুনে থমকে তাকায়” বীরেন্দ্র চট্টোপাধ্যায় এর এই উক্তিতে স্বপ্ন যেন আকাশ ছোঁয়। হ্যাঁ এবার সত্যি আকাশ ছুতে চলেছে গ্রাম বাংলার সাধারণ মানুষ। বিজ্ঞান যখন ভাড়াটে জল্লাদের পোশাক পড়ে রাজনীতির বাদশা যখন পয়সা দিয়ে তার ইজ্জত কিনে নেয় তখন তার রুপ ভয়ঙ্কর। কিন্তু এই ভয়ঙ্কর রূপ এবার নয়। এবার স্বপ্নের উড়ান উড়াতে চলেছে মোদি সরকার বিজ্ঞানের সুফল পেতে চলেছে আমজনতা।
২০১৫ সালে ৫ ট্রিলিয়ন ডলারের পরিকাঠামো গড়তে ২০২৪ এর মধ্যেই দেশে আরও ১০০ টি এয়ারপোর্ট গড়ার সিদ্ধান্ত মোদি সরকারের৷ আর এই সিদ্ধান্তকে বাস্তবে রূপ দেবার জন্য উঠে পড়ে লেগেছে বর্তমান দ্বিতীয় মোদি সরকার

ইতিমধ্যেই ১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। নতুন ১০০ টি বিমানবন্দর ছাড়াও ১০০০ টি নয়া রুটেরও চালু কথা ভাবছে কেন্দ্রীয় সরকার৷ আর এর জন্য বিভিন্ন সহযোগী সংস্থাগুলোকে সাহায্যের কথা বলেছে সরকার। ভারতে বিনিয়োগ বাড়িয়ে অর্থনীতি চাঙ্গা করার জন্যই সরকারের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
আগামী ২০২৪ এর মধ্যে ভারতে আরও নয়া ১০০ টি বিমানবন্দর তৈরীতে উদ্যোগি হয়েছে কেন্দ্রীয় সরকার৷ মূলত ছোটো ছোটো শহর এবং গ্রামগুলোকে আকাশ পথে যোগ করতেই এই পরিকল্পনা বলে জানা গিয়েছে৷ এই পরিকল্পনা যদি বাস্তবে রূপায়িত হয় তবে ভারত যে আবার নিজের মাটিতে পা রেখে আকাশে উড়ার স্বপ্ন দেখবে তা আমজনতার কাছে হবে যুগান্তকারী সিদ্ধান্ত





Made in India