বাংলা হান্ট ডেস্ক: টলি পাড়ায় রিতাভরি চক্রবর্তী নাম বেশ পরিচিত। স্টার জলসার “ওগো বধূ সুন্দরী” সিরিয়াল থেকেই তাঁর আত্মপ্রকাশ। সেখান থেকে রুপোলি পর্দায়। সোশ্যাল মিডিয়ায় ও বেশ জনপ্রিয় তিনি। প্রায়শই কিছু না কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভক্তদের মাতিয়ে রাখেন তিনি। কোনো নতুন ফটোশ্যুট হোক বা কোথাও ঘুরতে যান যাই হোক না কেন আপডেট তিনি দিয়েই থাকেন। বেশ অ্যাক্টিভ থাকেন তিনি তাঁর সোস্যাল মিডিয়াতে।
এবার তিনি সম্পুর্ন অন্যরকম একটি ভিডিও পোস্ট করলেন। আমরা সবাই তাঁর ফটোশ্যুট এর ছবি দেখে এসেছি কিন্তু আসলে কেমন হয় সেই শ্যুটিং? কীভাবে এক একটি মনোমুগ্ধকর ছবি ভেসে ওঠে আমাদের ফোনের স্ক্রিনে? তারই একটি ভিডিও শেয়ার করলেন নিজের সোস্যাল মিডিয়াতে। যদিও এর আগেও বহু বার নিজের ফোটো শুটের বিহাইন্ড দ্য সিন ছবি ও ভিডিও শেয়ার করেছেন।
https://www.instagram.com/p/B3qmLfbnUKb/?igshid=13z3cjbx8hil6
সম্প্রতি একটি ফটোশ্যুটের বিহাইন্ড দ্য সিন আপলোড করেছেন নিজের সোস্যাল মিডিয়া তে। ভিডিও টি প্রকাশে আসার পর থেকেই তা বহু লাইক ও শেয়ার পেয়েছে। ব্ল্যাক একটা ড্রেস পরে ফোটো তুলছেন অভিনেত্রী। আপনিও দেখে নিন সেই ভিডিও।
https://www.instagram.com/p/B3pnsA2Hvft/?igshid=622kr8toxaxb





Made in India