বাংলা হান্ট ডেস্ক : দেশের আর্থিক বেহাল দশা নিয়ে বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বরা রীতিমতো ক্ষুব্ধ। যেভাবে জিডিপি বৃদ্ধির হার কমেছে তাতে এ বছর আর্থিক উন্নয়ন হবে এমনটাও কিন্তু সম্ভাবনা নেই। যদিও মোদী সরকার 2024 সালের মধ্যে দেশকে 5 ট্রিলিয়ন পৌঁছে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন কিন্তু চলতি আর্থিক বর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার নেমেছে 5 শতাংশের নিচে। তাই এবার দেশের আর্থিক অবস্থা নিয়ে দেশের অর্থমন্ত্রীকে আক্রমণ শানালেন কংগ্রেস দাপুটে নেতা অধীর চৌধুরী।
সোমবার অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমি আপনাকে সম্মান করি কিন্তু মাঝে মাঝে মনে হয় আপনাকে নির্মলা সীতারমণ না বলেই নির্মলা সীতারামন বলি, কারণ আপনি মুদ্রিত বটে তবে আপনার মনে যা আছে তাকে বলতে পারেন? আসলে বরাবরই বিরোধী সরকারের বিরুদ্ধে বারবার ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে অধীর চৌধুরীকে
যদিও শুধুমাত্র অর্থ মন্ত্রী নির্মলা সীতারামনের নন এর আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে অনুপ্রবেশকারী বলে কটাক্ষ করেছিলেন অধীর চৌধুরী। এনআরসি ইস্যু নিয়ে বলতে গিয়ে অধীর মোদী এবং শাহকে উদ্দেশ্য করে বলেছিলেন ওরা নাকি গুজরাতের বাসিন্দা হওয়ায় সত্ত্বেও দিল্লিতে পাকাপাকি ভাবে বাস করছে
তাই এনআরসি চালু হলে সবার আগে তাদের দিল্লি ছাড়া হতে হবে। তবে সোমবার টিন দিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে কটাক্ষ করায় প্রতিবাদে সরব হয়েছিল বিজেপি। এমনকি অধীরের কটাক্ষের জবাব দেওয়া হয়েছে বিজেপির তরফে।





Made in India