বাংলা হান্ট ডেস্ক : হায়দারাবাদে তরুণী ও চিকিত্সক পরো ধর্ষণ ও খুনের ঘটনার রেশ কাস্তে পারতেই আবারও দেশের অন্য প্রান্তে পরে ধর্ষণের ঘটনা। এ বার ওড়িশার পুরীতে, সোমবার বিকেলে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠলেও প্রাক্তন পুলিশ কনস্টেবলসহ চারজন এর বিরুদ্ধে। ইতিমধ্যেই ওই প্রাক্তন কনস্টেবলকে গ্রেফতার করেছে ওডিশা পুলিশ।
জানা গিয়েছে সোমবার বিকেলের পুরীর কাকাতপুর গ্রামেই বাড়ি ফেরার জন্য ওড়িশার নিমপাড়া বাস টার্মিনালে বাস ধরার জন্য অপেক্ষা করছিলেন ওই তরুণী। এর পর কয়েক জন এসে পুলিশ পরিচয় দিয়ে তাঁকে নামিয়ে দেওয়ার নাম করে আর্জি তুলে নেন এরপর কিছুদূরে গিয়ে একটি মন্দিরের কাছে একটি সরকারি আবাসনে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করা হয়।
টানা দেড় ঘণ্টা ধরে দুজন মিলে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছেন ওই তরুণী। এর মধ্যে অভিযুক্তদের এক জনের আইকার্ড ছিনিয়ে নিয়ে পুলিশের হাতে তুলে দেয় ওই তরুণী। আই কার্ড দেখে জিতেন্দ্রর শেঠি নামে ওই প্রাক্তন কনস্টেবলকে গ্রেফতার করে পুলিশ।
বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ওড়িশা পুলিশ। উল্লেখ যখন হায়দরাবাদে গণধর্ষণের জেরে দেশ জুড়ে এত প্রতিবাদ আন্দোলন এবং মিছিল হচ্ছে ঠিক তখনই এই ধরনের ঘৃণ্য অপরাধ কী ভাবে ঘটল? প্রশ্ন উঠেছে নিরাপত্তার দিকে । ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন আম জনতার।





Made in India