বাংলা hunt ডেস্ক: জন্মদিন , বছরের একবারই আমাদের জীবনে আসে এই বিশেষ দিনটি।ছোট হোক অথবা নিজেদের সাধ্যমতো এই দিনটা সেলিব্রট করি আমরা।উদযাপন করি কেক কেটে।কিন্তু কেকের উপর জ্বলতে থাকা মোমবাতি নিভিয়ে দেওয়ার মধ্যে দিয়ে কোন বিপদ ডেকে আনছি আমরা তা জানেন কি ?
সম্প্রতি ক্যারোলিনার ক্লেমসন বিশ্ববিদ্যালয়ের একদল দর্শক একটি রিপোর্ট এনেছে প্রকাশ্যে সেখানে তারা জানিয়েছেন মোমবাতি নেভানোর সময় ফুঁ দিতে গিয়ে মুখ থেকে বেরিয়ে আসে একধরনের ব্যাকটেরিয়া যা ক্রমশ ছড়িয়ে পড়ে কেকের উপর ।

যিনি নেভান তার স্যালাইভা থেকে ছড়িয়ে পড়ে এই ব্যাকটেরিয়া।এবং এর থেকেই শরীরে বাসা বাঁধতে পারে রোগের।যদি ফুঁ দিয়ে নেভানো ব্যক্তির মধ্যে কোনরকম সংক্রামক রোগ অথবা কোনও ছোঁয়াচে রোগ থাকে তাহলে সেই ব্যাকটেরিয়া কেকটি খাওয়ার মধ্যে পৌছে যাবে আপনার শরীরে।যদিও সুস্থ ব্যক্তির ক্ষেত্রে কোনও সমস্যা নেই।





Made in India