বাংলাহান্ট ডেস্কঃ বেকারদের সামনে চাকরির সুযোগ নিয়ে এল ইন্ডিয়ান অয়েল। ট্রেড ও টেকনিশায়ন আপ্রেন্টিস পদের জন্য সারা ভারতের যুবকদের জন্য তারা এই বিজ্ঞপ্তিটি জারি করেছে। ১৮ থেকে ২৪বছরের ভারতীয় নাগরিকরা আবেদন করতে পারবেন। কোনো আবেদন মূল্য ছাড়াই ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল ওয়েবসাইট-এ আবেদন করা যাবে।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল), সাধারণত ইন্ডিয়ানওয়েল নামে পরিচিত একটি ভারতীয় রাজ্য সরকারের মালিকানাধীন তেল ও গ্যাস সংস্থা নয়াদিল্লিতে সদর দফতর এটি দেশের বৃহত্তম বাণিজ্যিক তেল সংস্থা। ইন্ডিয়ান অয়েল পরিশোধন, পাইপলাইন পরিবহন, পেট্রোলিয়াম পণ্য বিপণন, অপরিশোধিত তেল অনুসন্ধান এবং প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোকেমিক্যাল উত্পাদন সহ পুরো হাইড্রোকার্বন ভ্যালু-চেইনকে নিয়ে কাজ করে। এটি ভারতের বৃহত্তম ডাউনস্ট্রিম তেল সংস্থা, ৩৩,০০০ এরও বেশি কর্মীর কর্মশক্তি সহ। রুপির ট্রানওভার। ৫০6,৪৮৮ কোটি টাকার ট্রানওভার এবং নিট মুনাফা 2017-18 সালে 21,346 কোটি টাকা। মে 2018 সালে, আইওসিএল পরপর দ্বিতীয় বছরে ভারতের সর্বাধিক লাভজনক রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা হয়ে উঠেছে, 2017-18 সালে রেকর্ড লাভ হয়েছে 21,346 কোটি ডলার, তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন যার পরে লাভ হয়েছে 19,945 কোটি ডলার। সুতরাং এই সরকারী কোম্পানিতে চাকরি করা যে যথেষ্ট সম্মানের তা বলাই বাহুল্য

মোট শূন্যপদ– 176( পুরুষ এবং মহিলা উভয়ই প্রযোজ্য)
পদঃ শিক্ষানবিশ
যোগ্যতা-মাধ্যমিক, ইঞ্জিনিয়ারিং
বয়স- 18 থেকে 24 বছর
বেতন- 40000 / – থেকে 50000 / – প্রতি মাসে
দক্ষতা- ম্যাট্রিক, ইঞ্জিনিয়ারিং
জাতীয়তাঃ ভারতীয়
আবেদন মূল্যঃ ৪৫০ ( sc,st, ph দের জন্য ৪৫০)
নির্বাচনের পদ্ধতিঃ লিখিত
ওয়েবসাইটঃ http://www.iocl.com





Made in India