বাংলাহান্ট ডেস্ক: একসময় নীল ছবির দুনিয়ায় দাপিয়ে বেড়িয়েছেন তিনি। একডাকেই সবাই চিনত তাঁকে। অবশ্য এখনও তাঁর জনপ্রিয়তায় একটুও ভাঁটা পড়েনি। বরং আরও বেড়েছে। বুঝতেই পারছেন সানি লিওনের কথাই বলা হচ্ছে। পর্ন ছবির দুনিয়াকে বিদায় জানিয়ে বলিউডে প্রবেশ করলেও তাঁর জনপ্রিয়তা দিনকে দিন বেড়েই চলেছে। সোশ্যাল মিডিয়াতেও তাঁর ফ্যান ফলোয়িং দেখার মতো। আর নিজের অনুরাগীদের কীভাবে মজিয়ে রাখতে হয় তা খুব ভালভাবেই জানেন ‘বেবি ডল’।

২০১৯ শেষ হতে বাকি আর মাত্র দুদিন। আর এই সময়েই নেটদুনিয়ায় তোলপাড় ফেলে দিলেন সানি। কনকনে শীতের মরশুমে নেটিজেনদের একটু উষ্ণতার ছোঁয়া দিতে পোস্ট করলেন এক ‘হট’ ছবি। ডেনিম হটপ্যান্ট, ডেনিম জ্যাকেট, চোখে কালো সানগ্লাস, জ্যাকেট ফাঁক করে কালো অন্তর্বাস দেখাচ্ছেন সানি। এমন ছবি কি ভাইরাল না হয়ে যায়?
https://www.instagram.com/p/B6pZauGBYga/?utm_source=ig_web_copy_link
ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হ্যালো জি’। সানির এমন অবতার দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। কমেন্ট বক্স ভরে উঠছে বেবি ডলের প্রশংসায়। ইতিমধ্যেই বহু মানুষ দেখে ফেলেছেন এই ছবি।
কিছুদিন আগেই ভাইরাল হয়েছিল সানির আরেকটি ছবি। মিস্টার ভি-এর সঙ্গে ভিডিয়ো কলের স্ক্রিনশটের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তিনি। স্বাভাবিক ভাবেই নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছিল কে এই মিস্টার ভি? অনেকেই মন্তব্য করেছিলেন, স্বামী ড্যানিয়েলকে লুকিয়ে তৃতীয় ব্যক্তির সঙ্গে প্রেম করছেন সানি। প্রসঙ্গত, এই মুহূর্তে একটি রিয়েলিটি শোয়ের উপস্থাপকের ভূমিকায় রয়েছেন তিনি।





Made in India