বাংলাহান্ট ডেস্ক: খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে দীপিকা পাডুকোন অভিনীত ‘ছপক’। মুক্তির আগে থেকেই এই ছবি নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে উত্তেজনার অন্ত নেই। ট্রেলার মুক্তির পর থেকেই সেই উত্তেজনা বেড়ে দ্বিগুন হয়ে গিয়েছে। তবে সম্প্রতি অন্য একটি কারনে খবরের শিরোনামে রয়েছে এই ছবি। ছবিতে অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের ভূমিকায় অভিনয় করছেন দীপিকা। কিন্তু বাস্তব জীবনে লক্ষ্মীর অ্যাসিড হামলাকারীর নাম ছবিতে পরিবর্তন কেন করা হল সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। এবার এই প্রসঙ্গেই নিজের ওপর হওয়া অ্যাসিড হামলার কথা তুললেন কঙ্গনা রানাওয়াতের বোন রঙ্গোলি চান্দেল।

বেশ কয়েক বছর আগে অ্যাসিড হামলার শিকার হয়েছিলেন রঙ্গেলি। একথা আগেই জানিয়েছিলেন। এবার প্রকাশ্যে আনলেন হামলাকারীর নাম। একজন টুইটার ব্যবহারকারীর প্রশ্নের উত্তরে তিনি সেই নামটা জানান। সঙ্গে কীভাবে ঘটেছিল সেই ঘটনা তাও জানান। রঙ্গোলি জানান, তাঁর ওপর যিনি অ্যাসিড হামলা করেছিলেন তার নাম অবিনাশ শর্মা।
https://twitter.com/Rangoli_A/status/1214894405041025024
https://twitter.com/Rangoli_A/status/1214894904960114690
https://twitter.com/Rangoli_A/status/1214895067594289152
টুইটারে রঙ্গোলি লেখেন, অবিনাশ তাঁর সঙ্গে একই কলেজে পড়ত। সে সবাইকে বলে বেড়াত যে রঙ্গোলির সঙ্গে তার বিয়ে হবে। কিন্তু রঙ্গোলি তার থেকে একটু তফাতেই থাকতেন। রঙ্গোলির বাবা-মা তাঁর জন্য একজন পাত্র ঠিক করেন। একথা জানতে পেরে অবিনাশ রঙ্গোলিকে বিয়ে করার জন্য জেদ করতে থাকেন। কিন্তু তার হুমকিতে রঙ্গোলি পাত্তা দেননি। এটা যে তার সবথেকে বড় ভুল সেটাও উল্লেখ করেন তিনি।
চার বন্ধুর সঙ্গে একটি পিজিতে থাকতেন রঙ্গোলি। সেখানে হাজির হন অবিনাশ। রঙ্গোলির এক বান্ধবীর মাধ্যমে তাঁকে ডেকে পাঠান। তিনি দরজা খুলতেই মুখে ছুঁড়ে মারেন অ্যাসিড। দীপিকার আসন্ন ছবির কারনেই যে তাঁর নিজের জীবনে ঘটে যাওয়া এই ভয়াবহ ঘটনার স্মৃতি ফের চাঙ্গা হয়ে উঠেছে তা আগেই স্বীকার করেছেন রঙ্গোলি।





Made in India