বাংলাহান্ট ডেস্কঃ আগামী কাল ১৫ই জানুয়ারি মকর সংক্রান্তি। সারা ভারত মেতে উঠবে উৎসবে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তের মানুষজন গঙ্গা সাগরের উদ্দেশ্যে পাড়ি দিয়ে দিয়েছেন। আজ রাতেই পৌঁছে যাবেন তারা। একই সাথে রাজ্য জুড়ে পীঠে পার্বনে মাতবে বাঙালি।

গতকাল আবহাওয়া ছিল কনকনে ঠান্ডা। বর্ষার পর শীতের জমাট ইনিংসে পৌষ পার্বনে জমিয়ে আনন্দের স্বাদ নিতে উন্মুখ আপামর বাঙালি। সোমবার তাপমাত্রা নেমেছিল ১১.৭ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম। দমদম সহ অন্যান্য শহরতলি গুলিতে তাপমাত্রা আরো নেমে হয়েছিল সাড়ে এগারোর কাছাকাকাছি। উষ্ণতম তাপমাত্রাও ছিল স্বাভাবিকের নীচেই। কিন্তু হাওয়া অফিস থেকে জানানো হয়েছিল মকর সংক্রান্তিতেই শীত কাটিয়ে আবার ফিরবে বর্ষা ।
মঙ্গলবার হাওয়া অফিস জানাচ্ছে বুধবার বর্ষার সম্ভাবনা নেই বললেই চলে। বইবে উত্তুরে বাতাস। তারফলে পৌষের শেষদিন জমিয়ে উপভোগ করতে পারবে রাজ্যবাসী। শহর কলকাতায় শীতও হাজির থাকবে পূর্ণ মেজাজে। মকর সংক্রান্তির এই দিনে বৃষ্টির শঙ্কা না থাকলেও বৃহস্পতিবার থেকেই বাড়বে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝার জেরে হবে বৃষ্টিপাতও।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস , সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২১ ডিগ্রির কাঁটা। বাতাসে আদ্রতার পরিমান ৫৩ শতাংশ। এবছরের শীতের ইনিংস শুরু হয়েছিল টি-টোয়েন্টির মত ঝোড়ো ভাবেই। কিন্তু হঠাৎ করেই পশ্চিমি ঝঞ্ঝার কারনে সেই ইনিংস মন্থর হয়ে যায় । এই শীত বৃষ্টির খেলা চলছে সারা মরসুম ধরেই। যার জেরে শীত সেভাবে উপভোগ করতে পারেনি রাজ্যবাসী।





Made in India