নির্ভয়ার গণ ধর্ষণে (NIrbhaya GangRape) দোষী মুকেশের প্রাণ ভিক্ষার আবেদন নিয়ে শুনানি করার সময় পাটিয়ালা হাউসকোর্ট দোষীদের জন্য নতুন ডেথ ওয়ারেন্ট জারি করল। এবার নির্ভয়ার দোষীদের ২২শে জানুয়ারি বদলে ফাঁসি দেওয়া হবে ১লা ফেব্রুয়ারি সকাল ছয়টায়।
আদালতে যখন আজ বলা হয় যে, মুকেশের প্রাণ ভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছে রাষ্ট্রপতি, তখন আদালতের তরফ থেকে নতুন করে ডেথ ওয়ারেন্ট জারি করা হয়। সমস্ত দিক খতিয়ে দেখে আদালত ফাঁসির তারিখ ১লা ফেব্রুয়ারি করেছে। ওই দিন সকাল ছয়টায় নিরভয়ার দোষীদের ফাঁসি দেওয়া হবে।





Made in India