বাংলাহান্ট ডেস্ক: সকাল থেকেই আবহাওয়া উত্তপ্ত হয়েছিল বাজেট নিয়ে। এর মধ্যেই খুশির খবর দিলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। মা হতে চলেছেন কোয়েল। ২০১৩তে নিসপাল রানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী। দীর্ঘ ৭ বছর পর সুসংবাদ দিলেন তিনি।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এদিন সকালে একটি পোস্ট করেন কোয়েল। স্বামী নিসপাল রানের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেন তিনি। সঙ্গে ছিল একটি পোস্টকার্ডও। সেখানে লেখা, ‘নিজের মধ্যে নতুন প্রাণের স্পন্দন টের পাচ্ছি আমি। আমাদের সন্তান পৃথিবীতে আসতে চলেছে। এই গ্রীষ্মের অপেক্ষায় রয়েছি।’ এই পোস্টের মাধ্যমেই কোয়েল বুঝিয়ে দিলেন প্রেগন্যান্সি নিয়ে কোনও রকম জল্পনা, গুঞ্জন শুনতে রাজি নন তিনি। তাই সোজাসাপটা নিজেই জানিয়ে দিলেন সুখবরটা।
https://www.instagram.com/p/B8A0bN3B8OX/?utm_source=ig_web_copy_link
বলা বাহুল্য, এমন একটা সুখবর পেয়ে অভিভূত নেটিজেনরা। কোয়েল ও নিসপালকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা। আবার এমন সোজাভাবে খবরটা জানানোর জন্য বাহবাও দিয়েছেন অনেকেই। কোয়েলের সহকর্মীরাও প্রশংসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁকে।
— Koel Mallick (@YourKoel) February 1, 2020
টুইটারে কোয়েলের পোস্টটি শেয়ার করেছেন টলিউডের পরিচালক বিরসা দাশগুপ্ত। অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, “অনেক শুভেচ্ছা নিসপাল ও কোয়েলকে। ছোট্ট সদস্যের জন্যও আশীর্বাদ রইল। বিদীপ্তা, ইদা, মেঘলা ও আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা।” বলিউড থেকে টলিউড, তারকাদের প্রেগন্যান্সির খবর নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। আবার অনেকেই এই সময়টাকে অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন। বেবি বাম্প নিয়ে ফটোশুট করা এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। সেখানে দাঁড়িয়ে এমন ভিন্ন ভাবে সুখবর দিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছেন কোয়েল।





Made in India