বাংলাহান্ট ডেস্ক: বলিউডে খুব বেশিদিন হয়নি তাঁর। ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন কার্তিক আরিয়ান। একাধিক অভিনেত্রীর সঙ্গে জড়িয়ে গিয়েছে তাঁর নাম। তার মধ্যে রয়েছে সারা আলি খান ও অনন্যা পাণ্ডের নামও। এবার আরও এক অভিনেত্রীর সঙ্গে জড়ালো কার্তিকের নাম। তিনি আর কেউ নন, খোদ সারার সৎ মা করিনা কাপুর খান। হাতে হাত রেখে একসঙ্গে হাঁটতে দেখা গেল তাঁদের।

আসলে ব্যাপারটা আর কিছুই নয়। সম্প্রতি ফ্যাশন ডিজাইনাই মনীশ মালহোত্রা একটি ফ্যাশন শোয়ের আয়োজন করেছিলেন। সেখানেই একসঙ্গে র্যাম্পে হাঁটতে দেখা গেল কার্তিক ও করিনাকে। করিনার পরনে ছিল পাউডার ব্লু রঙের লেহেঙ্গা। পাশে কার্তিককেও দেখা গেল একই রঙের শেরওয়ানিতে। র্যাম্প ওয়াকের মাঝে কার্তিকের চোখে চোখ রেখে হালকা হাসি দিতেও দেখা গেল করিনাকে। এমনকি মনীশের সঙ্গে করিনার লেহেঙ্গা ঠিক করাতে হাত লাগালেন কার্তিকও।
https://www.instagram.com/p/B8DSDhOpROo/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/B8DTJLzJZU7/?utm_source=ig_web_copy_link
আর এটা দেখেই চোখ কপালে উঠেছে নেটিজেনদের। করিনাকে নিয়ে তো নতুন করে কিছুই বলার নেই। তিনি যে ফ্যাশন কুইন, র্যাম্প মাতাতে তাঁর জুড়ি মেলা ভার। তাঁর সঙ্গে পাল্লা দিয়ে হেঁটেছেন কার্তিক। সকালে সারার সঙ্গে আগামী ছবি ‘লভ আজ কাল’এর প্রমোশন ও তারপর সন্ধ্যায় করিনার সঙ্গে র্যাম্প ওয়াক. দুটোই বেশ সাবলীল ভাবে সামলাচ্ছেন কার্তিক। নেটিজেনরাও প্রশংসা করেছেন তাঁর।
https://www.instagram.com/p/B8DUxyHpUWA/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/B8DVxB_JUwG/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/B8DsbuRpcpa/?utm_source=ig_web_copy_link
প্রসঙ্গত, সারা আলি খানের সঙ্গে ‘লভ আজ কাল’ ছবিতে দেখা যেতে চলেছে কার্তিক আরিয়ানকে। চলছে তারই প্রমোশন। এরই মধ্যে করিনার সঙ্গে অভিনেতাকে দেখে নেটিজেনরা মন্তব্য করছে ছবিতেও এই জুটিকে বেশ ভালই মানাবে।





Made in India