বাংলাহান্ট ডেস্ক: রঙ্গোলি চান্দেলের নামের সঙ্গে বিতর্ক কথাটা প্রায় ওতপ্রোত ভাবে জড়িয়ে গিয়েছে। প্রতিটা বিষয়েই আগ বাড়িয়ে নিজের মতামত জাহির করা ও অন্য তারকাদের তীব্র ভাষায় আক্রমণ করা প্রায় নিত্যদিনের রুটিন রঙ্গোলির। প্রতিবারের মতো এবারও বিতর্কে জড়িয়েছেন বা বলা ভাল বিতর্কের সূত্রপাত করেছেন তিনি। ফের একবার আলিয়া ভাটকেই নিজের নিশানা বানিয়েছেন রঙ্গোলি।

সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন আলিয়া। আর তাতেই বেজায় চটেছেন রঙ্গোলি। প্রতিবারের মতো এবারেও একের পর এক টুইট করে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। প্রথম টুইটে তিনি লিখেছেন, ‘এর আগে রাজি ছবিতে এক মুসলমান ডিটেকটিভের চরিত্রে অভিনয় করেছিলেন আলিয়া। গর্ভবতী অবস্থায় পাকিস্তান গিয়ে তিনি কান্নাকাটি জুড়ে দেন বাড়ি ফিরবেন বলে। দেশ ও দেশাত্মবোধ চুলোয় যাক আর সেই সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে গেল।’ পরের টুইটে রঙ্গোলি লিখেছেন, ‘এবার একজন বোরখা পরা মেয়ের চরিত্রে অভিনয় করেছেন আলিয়া। অবশ্যই তিনি সেরা অভিনেত্রীর পুরস্কার পাবেন। এরপর গাঙ্গুবাঈ নামে এক দালালের চরিত্রে অভিনয় করছেন তিনি। হুসেন জাইদির বই অনুযায়ী, তিনি একজন পতিতা নারী ছিলেন যিনি পরে নারী পাচার করতেন।’
https://twitter.com/Rangoli_A/status/1229681900005941248
https://twitter.com/Rangoli_A/status/1229682340672106496
https://twitter.com/Rangoli_A/status/1229683655754174464
এমনকি আলিয়ার বাবা-মাকেও ছেড়ে কথা বলেননি রঙ্গোলি। টুইটে তিনি মন্তব্য করেছেন, আলিয়াকে তাঁরা অভিনয়ের শিক্ষা দিক বা না দিক, ধর্ম নিয়ে রাজনীতি করার শিক্ষাটা ঠিকই দিয়েছেন।
https://twitter.com/Rangoli_A/status/1229683774348070912
https://twitter.com/Rangoli_A/status/1229684823909785600
কিছুদিন আগেই আলিয়া ও তাঁর মা সোনি রাজদানের ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে অসন্তোষ প্রকাশ্ করেছিলেন রঙ্গোলি চান্দেল। তাঁদের ‘বহিরাগত’ বলে সম্বোধন করে তিনি লেখেন, এরা দেশে থেকে মানুষকে ভুল বোঝাচ্ছে।





Made in India