বাংলাহান্ট ডেস্ক: ‘আউটফিট ম্যালফাংশন’ বা সাদা বাংলায় পোশাক বিভ্রাট শব্দটার সঙ্গে অনেকেই এখন পরিচিত হয়ে গিয়েছেন। বহু তারকাই নানা সময়ে এই কারণে অস্বস্তির মুখে পড়েছেন। অসাবধানতা বশত পোশাক সরে গিয়ে বিব্রত হতে হয়েছে তাঁদের। তার ওপর সবসময় তারকাদের প্রতিটা গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রয়েছে পাপারাৎজির। তাদের দৌলতেই নেটদুনিয়ায় ফাঁস হয় পোশাক বিভ্রাটের ঘটনা।
সম্প্রতি এই পোশাক বিভ্রাটেরই সম্মুখীন হতে হল ক্যাটরিনা কাইফকে। কোনও একটি অ্যাওয়ার্ড শোয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। টুকটুকে লাল শর্ট ড্রেসে অসাধারন লাগছিল তাঁকে। পোশাকের সঙ্গে মানানসই ছিল তাঁর লাল শ্রাগ। পোশাকটি যথেষ্ট ছিল সকলের মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য। এই পোশাকেই রেড কার্পেটে হাঁটতে দেখা গেল ক্যাটকে।
https://www.instagram.com/p/B9CCUxHB5Yj/?utm_source=ig_embed
এই পর্যন্ত সবই ঠিক ছিল। দিব্যি সাবলীল ভাবে রেড কার্পেটে হাঁটেন ক্যাটরিনা। তাঁকে ঘিরে ঝলসে ওঠে অসংখ্য ক্যামেরার ফ্ল্যাশ। কিন্তু বিপত্তি ঘটাল হাওয়া। হঠাৎ করেই দমকা হাওয়ায় পোশাক উড়ে গেল ক্যাটরিনার। আচমকা এমন ঘটনা ঘটায় প্রথমে একটু অস্বস্তির মুখে পড়েছিলেন অভিনেত্রী। কিন্তু উপস্থিত বুদ্ধির জোরে দ্রুত সামলে নিলেন পরিস্থিতি। পোশাক সামলে ফের হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দেন ক্যাট। এই গোটা ঘটনা ক্যামেরাবন্দি হতে সময় লাগেনি। সোশ্যাল মিডিয়ায় আপাততত ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও। নেটিজেনরা ক্যাটরিনার উপস্থিত বুদ্ধির তারিফ করছেন। অনেককেই দেখা গিয়েছে তাঁর রূপের প্রশংসা করতে।

প্রসঙ্গত, এই মুহূর্তে পরিচালক রোহিত শেট্টির আগামী ছবি ‘সূর্যবংশী’র শুটিংয়ে ব্যস্ত রয়েছেন ক্যাটরিনা কাইফ। তাঁর সঙ্গে এই ছবিতে দেখা যাবে অক্ষয় কুমার, রণবীর সিং ও অজয় দেবগণকে।





Made in India