এই মুহূর্তে খুবই খারাপ সময় চলছে ভারত অধিনায়ক বিরাট কোহলির। ব্যাট হাতে বেশ কয়েকটি ম্যাচে রান পান নি তিনি, এবার তার সাথে যুক্ত হলো আরও একটি খারাপ ব্যাপার। ডিসিশন রিভিউ সিস্টেমে খারাপ সময় কাটছে না ভারত অধিনায়ক বিরাট কোহলির। শনিবার দ্বিতীয় টেস্টে ডিসিশন রিভিউ করলেও সেটা বিরাট কোহলি বিপক্ষে গেল, সেই সাথে রিভিউ হারাল ভারতীয় দল।
প্রথম টেস্টের দুই ইনিংসে খারাপ পারফরম্যান্স করার পর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে 15 বল খেলে মাত্র 3 রান করে টিম সাউদির বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফিরতে হল বিরাট কোহলিকে। চলতি সফরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি, ওয়ানডে এবং টেস্ট সিরিজে মোট দশটি ম্যাচ খেলে ফেলেছেন বিরাট কোহলি। এর মধ্যে মাত্র একটি ম্যাচে হাফ সেঞ্চুরি করতে পেরেছেন কোহলি, এছাড়া একবারও কোহলির ব্যাট থেকে বড় রান আসেনি। নিউজিল্যান্ড সফরে দশটি ইনিংস খেলে ফেললেও বিরাট কোহলির ব্যাট থেকে এসেছে মাত্র 204 রান, এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে গত 21 ইনিংসে একটাও সেঞ্চুরি করতে পারেন নি বিশ্বের নাম্বার ওয়ান ব্যাটসম্যান বিরাট কোহলি।

অপরদিকে ডিআরএস নেওয়ার ক্ষেত্রেও খারাপ সময় কাটছে না কোহলির। আন্তর্জাতিক ক্রিকেটে এলবিডব্লিউ হওয়ার পর মোট 13 বার ডিআরএস নিয়েছেন বিরাট কোহলি। এর মধ্যে মাত্র দুবার তিনি আউট হওয়া থেকে বেচেছেন, বাকি 11 বার আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে বিরাট কোহলিকে অর্থাৎ এগারো বার বিরাট কোহলি ডিসিশন রিভিউ সিস্টেম ভুল প্রমাণিত হয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র ব্যাটেই রানের খরা চলছে না কোহলি এর পাশাপাশি ডিসিশন রিভিউ নেওয়ার ক্ষেত্রেও খারাপ সময় যাচ্ছে ভারত অধিনায়ক বিরাট কোহলির।





Made in India