বাংলা হান্ট ডেস্কঃ ট্রান্সজেন্ডারদের ঘর নির্মাণের জন্য বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার (Akshay Kumar) দেড় কোটি টাকা দান করলেন। ওনার আগামী সিনেমা ‘লক্ষ্মী বোম” (Lakshmi Bomb) এর নির্দেশক রাঘব লরেন্স (Raghava Lawrence) এর চ্যারিটেবল ট্রাস্ট এই অভিযান শুরু করেছে। অক্ষয় কুমারের এই মহানুভব কাজের জন্য রাঘব লরেন্স ওনাকে ধন্যবাদ জানান।
https://www.facebook.com/offllawrence/posts/2537124719733214
উনি বলেন, আমাদের ট্রাস্ট ১৫ বছর পূর্ণ করতে চলেছে। আমরা এই ১৫ বছরের শুরুতে ট্রান্সজেন্ডারদের জন্য নতুন ঘর বানানোর পরিযোজন শুরু করতে চাই। আমাদের ট্রাস্ট জমি দিয়েছে এবার ঘর বানানোর জন্য টাকা জোটানোর চেষ্টায় আছি।
উনি আরও বলেন, আর এই জন্য লক্ষ্মী বোম এর শুটিং এর সময় যখন অক্ষয় স্যারকে যখন আমাদের ট্রাস্টের কথা শুনাই, তখন উনি ঝট করে আমাদের ট্রাস্টের জন্য দেড় কোটি টাকা দান করে দেন।
https://www.instagram.com/p/Bxl7NqZHU4v/?utm_source=ig_embed
নির্দেশক ফেসবুকে লেখেন, আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা ইশ্বরের রুপে আমাদের সাহায্য করেছে। আর এই কারণে অক্ষয় কুমারও আমার কাছে ভগবানের সমান। এই পরিযোজনার মাধ্যমে অক্ষয় কুমারের এত বড় যোগদানের জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের ট্রাস্টের আগামী পদক্ষেপ হল ট্রান্সজেন্ডারদের উত্থান আর তাঁদের জন্য বাড়ি বানিয়ে দেওয়া। সমস্ত ট্রান্সজেন্ডারদের তরফ থেকে আমি অক্ষয় কুমারকে ধন্যবাদ জানাতে চাই।





Made in India