বাংলাহান্ট ডেস্কঃ যারা বি.এসসি নার্সিং করেছেন তাদের ক্ষেত্রে চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ, সারা রাজ্যে নিয়োগ হতে চলেছে বিপুল সংখ্যক নার্স। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ড 9333 টি চাকরির বিজ্ঞপ্তি জারি করেছে। বেতন 34,136 টাকা। আবেদনকারীর 18 থেকে 39 বছরের মধ্যে।আবেদনকারী প্রার্থীদের বাংলা লিখতে, পড়তে এবং কথা বলতে জানতে হবে। এই চাকরির প্রার্থীরা অনলাইনে wbhrb.in ওয়েবসাইটে আবেদন করতে পারবেন।

অনলাইন আবেদন ফর্ম জমা দেওয়ার জন্য শুরু করার তারিখ: 13 মার্চ, 2020
অনলাইন আবেদন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ: 23 মার্চ, 2020
পদের নাম: বিএসসি নার্সিং
বয়সসীমা: সর্বনিম্ন বয়স ১৮ বছর, সর্বোচ্চ বয়স ৩৯ বছর
বাছাই প্রক্রিয়া: লিখিত পরীক্ষা এবং সাক্ষাত্কারের ভিত্তিতে বাছাই করা হবে।





Made in India