সাড়া বিশ্বের সাথে সাথে এই মুহূর্তে ভারতবর্ষেও হু হু করে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা, করোনা ভাইরাসের কারণে এবার কোপ পড়ল ময়দানের দীর্ঘদিনের ঐতিহ্যে, আগে থেকেই জল্পনা তৈরি হয়েছিল এবার সেই জল্পনায় সিলমোহর পড়ল। ময়দানের দীর্ঘদিনের ঐতিহ্যশালী পয়লা বৈশাখের দিন যে বারপুজোর রীতিনীতি ছিল, এবার করোনা ভাইরাসের কারণে পয়লা বৈশাখের দিন সেই বারপুজো হচ্ছে না মোহনবাগান ক্লাবে। জানা গিয়েছে মোহনবাগানের দেখানো পথেই হাঁটতে চলেছে কলকাতা আরেক প্রধান ইস্টবেঙ্গল।
করোনা ভাইরাসের কারণে আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশজুড়ে 21 দিনের লকডাউন ঘোষণা করেছিলেন। সেই লোকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 14 ই এপ্রিল কিন্তু সেই লকডাউন এর মেয়াদ শেষ হওয়ার আগেই রাজ্যজুড়ে আরো 14 দিনের লকডাউন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এমন পরিস্থিতিতে আগামী 30 শে এপ্রিল পর্যন্ত গৃহবন্দি অবস্থায় দিন কাটাতে হবে রাজ্যবাসীকে। আর এমন পরিস্থিতিতে কোনভাবেই যে এবারের বার পুজো করা সম্ভব নয় সেটা জানিয়ে দিলেন মোহনবাগান ক্লাব কর্তারা।

এইদিন মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস জানিয়েছেন করোনার কারনে এবার ময়দানের ঐতিহ্যবাহী বারপুজো হচ্ছে না। একজন ফুটবল সমর্থক হিসাবে এটা আমার কাছে খুবই দুর্ভাগ্যজনক কিন্তু এই মুহূর্তে ফুটবলের থেকেও আমাদের কাছে গুরুত্বপূর্ণ সমর্থক তাদের সুরক্ষা এবং তাদের জীবন। সেই কারণে এবার মানুষের জীবন কে প্রাধান্য দিয়ে পয়লা বৈশাখের দিন এবার পুজো রীতিনীতিকে স্থগিত করে দেওয়া হয়েছে। আমার বিশ্বাস তাড়াতাড়ি এই কঠিন পরিস্থিতি আমরা কাটিয়ে উঠবো, তারপরে একদিন ময়দানে বড় করে পুজো করা হবে।
 
			 





 Made in India
 Made in India