বাংলাহান্ট ডেস্ক: শাহরুখ খান (shahrukh khan), বলিউডের বাদশা তিনি। অবশ্য শুধু বলিউড নয়, গোটা বিশ্বেই ছড়িয়ে রয়েছে তাঁর কোটি কোটি অনুরাগী। বহু জনপ্রিয় তারকাও তাঁর নাম বলতে অজ্ঞান। তাঁর অভিনয় দক্ষতা নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। পাশাপাশি ‘হিউমর’ও যে তিনি খুব ভালই বোঝেন তা সব শাহরুখ অনুরাগীরাই জানে। বুদ্ধিমত্তা দিয়ে কীভাবে কঠিন পরিস্থিতি কাটিয়ে ওঠা যায় তা কিং খানের থেকে ভাল আর কেই বা জানেন?  সেটারই প্রমাণ আরও একবার দিলেন শাহরুখ।
সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে যুক্ত থাকার জন্য মাঝে মাঝেই লাইভ সেশন করে থাকেন অভিনেতা। সম্প্রতি টুইটারে #AskSRK  সেশন শুরু করেছিলেন শাহরুখ। টুইটারে অনুরাগীদের করা প্রশ্নের জবাব দেন তিনি এই সেশনে।
তবে এটাই প্রথমবার নয়, এর আগেও ইনস্টাগ্রাম ও টুইটারে এধরনের সেশন করেছেন তিনি। অনুরাগীরাও অপেক্ষা করে থাকেন প্রিয় তারকার থেকে তাদের যাবতীয় প্রশ্নের উত্তর পেতে। এরই মধ্যে নেটিজেনদের একাংশ ট্রোল করার উদ্দেশ্যেও প্রশ্ন করতে থাকেন অভিনেতাকে।

এই সেশনে এক ব্যক্তি শাহরুখকে জিজ্ঞাসা করে বসেন, পিএম কেয়ার ফান্ডে কত টাকা অনুদান দিয়েছেন তিনি? শাহরুখও ছাড়ার পাত্র নন। টাকার অঙ্ক খোলসা না করলেও বেশ মজার একটি উত্তর দেন তিনি ওই ব্যক্তিকে। অভিনেতা জিজ্ঞাসা করেন, তিনি কি খাজাঞ্চি নাকি।
Really…khajanchi hai kya??!! https://t.co/kXn9nyrAtz
— Shah Rukh Khan (@iamsrk) April 20, 2020
শাহরুখের এই উত্তরে ওই ব্যক্তি আর মুখ না খুললেও অনুরাগীরা বেশ মজা পেয়েছেন। অনেকেই বলেছেন একদম যোগ্য জবাব দিয়েছেন শাহরুখ। প্রসঙ্গত, আগেই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, মহারাষ্ট্র, দিল্লি ও পশ্চিমবঙ্গের ত্রাণ তহবিলে মোটা অঙ্কের আর্থিক সাহায্য করেছেন অভিনেতা। চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের পাশেও দাঁড়িয়েছেন তিনি। তাদের সুরক্ষার্থে ২৫ হাজার পিপিই দান করেছেন কিং খান।
 
			 





 Made in India
 Made in India