বাংলাহান্ট ডেস্কঃ লকডাউনের মধ্যেই আজ আবারও দাম বাড়ল সোনার (Gold), তবে দাম কমল রূপোর (Silver)। একলাফে বেশ অনেকটাই বেড়ে গেল সোনার দাম। লকডাউনের বাজারের কেনা বেচা বন্ধ থাকায়, মাঝে মধ্যেই দামের বেশ ওঠানামা দেখা যাচ্ছে। ক্রমাগত উর্দ্ধমুখী হচ্ছে সোনার দাম। তবে রূপোর দামে কিন্তু বেশ পতন লক্ষ্য করা গেল। গৃহবন্দির মধ্যেও হাসি ফুটল ব্যবসায়ীদের মুখে।

বিশ্ববাজারে এখন বন্ধ সোনা রূপো কেনা বেচা। কারণ, করোনা ভাইরাসের (COVID-19) কারণে দেশে লকডাউনের সময়সীমা বাড়িয়ে ৩ রা মে অবধি করে দিয়েছে কেন্দ্র সরকার। বৈদেশিক সমস্ত যোগাযোগ বন্ধ রয়েছে, যার ফলে বৈদেশিক বাণিজ্য বন্ধ থাকার দরুণ দেশের অর্থনীতি ক্রমাগত নিম্নগামী। তা সত্ত্বেও সরকার নাগরিকদের সুরক্ষার কথা মাথায় রেখে জারী রেখেছে লকডাউন অবস্থা। এই সময়ে খোলা থাকবে শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যের দোকান। বন্ধ রয়েছে সোনা রূপোর দোকান।
গতকাল কলকাতায় (Kolkata) সোনার দাম ছিল ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য ৪০৮২০ টাকা এবং ১ গ্রামের দাম ৪০৮২ টাকা। আজ সেই দাম বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ১০ গ্রামের দাম ৪১৬৩০ টাকা এবং ১ গ্রামের দাম ৪১৬৩ টাকা।
২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম গতকাল ছিল ৪৩২২০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৩২২ টাকা। আর আজ দাম বৃদ্ধি পেয়ে হয়েছে ১০ গ্রামের দাম ৪৪৮৬০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪৮৬ টাকা।

সোনার দাম বাড়লেও, আজ কমেছে রূপোর দাম। গতকাল ১ গ্রামের দাম ছিল ৪১.৬৫ টাকা। আজ এই দাম আজ কমে গিয়ে দাঁড়িয়েছে ৪১.৪১ টাকা।
পেট্রোলের দাম হয়েছে লিটার প্রতি ৭৩.৩০ টাকা। ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ৬৫.৬২ টাকা। এবং রান্নার গ্যাসের দাম রয়েছে ৭৭৪.৫০ টাকা।





Made in India