সারা বিশ্বের সাথে সাথে এই মুহূর্তে করোনা আক্রান্ত ক্রীড়াবিশ্ব। করোনার কারণে এই মুহূর্তে বিশ্বের সমস্ত ধরনের খেলাধুলা বন্ধ রয়েছে, বন্ধ রয়েছে বিশ্বের বড় বড় টুর্নামেন্ট গুলি। বিশ্বজুড়ে এই করোনার প্রভাব কাটলেই শুরু হয়ে যাবে আটকে থাকা সমস্ত ফুটবল টুর্নামেন্ট গুলি।
করোনার প্রভাব কাটলে বিশ্বজুড়ে একসাথে শুরু হয়ে যাবে সমস্ত বড় বড় ফুটবল টুর্নামেন্ট গুলি। এর ফলে ফুটবলারদের ওপর যে চাপ বাড়বে সেটা বোঝাই যাচ্ছে, এই চাপের ফলে ফুটবলারদের চোট আঘাতের সমস্যাও বাড়বে। আর এই কারণে ফুটবলারদের কথা ভেবে তাদের যাতে চোট আঘাত কম হয়, সেই কারণে এবার ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফার তরফে প্রস্তাব দেওয়া হয়েছে ফুটবলার পরিবর্তনের সংখ্যা বাড়ানোর।

এতদিন পর্যন্ত ফিফার নিয়ম অনুযায়ী ম্যাচ চলাকালীন প্রত্যেক দল তিনজন করে ফুটবলার পাল্টাতে পারতেন। তবে এবার ফিফার টেকনিক্যাল কমিটির বৈঠক করে জানিয়েছেন যে এবার থেকে তিন জনের বদলে প্রত্যেক ম্যাচে পাঁচ জন করে ফুটবলার বদল করতে পারবে প্রত্যেক দল। ফিফার টেকনিক্যাল কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে ফিফার তত্বাবোধনে যে সমস্ত ফুটবল টুর্নামেন্ট গুলি হবে সেগুলিতে আগামী 31 শে ডিসেম্বর 2021 সাল পর্যন্ত প্রত্যেক দল তিন জনের বদলে 5 জন করে ফুটবলার পরিবর্তনের সুযোগ পাবে।





Made in India