বাংলাহান্ট ডেস্ক: প্রয়াত হলেন ইরফান খান (irrfan khan)। মাত্র ৫৪বছর বয়সে প্রয়াত হলেন অভিনেতা। গুরুতর অসুস্থ অবস্থায় সোমবার রাতেই মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। আজ সকালেই সব লড়াই শেষ করে চিরতরে চোখ বুজলেন ইরফান।

গত বছরেই নিউরোএন্ডোক্রাইন ক্যান্সার ধরা পড়ে অভিনেতার। চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে লন্ডন পাড়ি দেন তিনি। কিন্তু বলিউডের কয়েকজন নামজাদা অভিনেতা কঠিন ক্যান্সারে আক্রান্ত হয়েও চিকিৎসার পর দেশে ফিরতে শুরু করলে ইরফান কেন ফিরছেন না সেই নিয়ে দুশ্চিন্তা দেখা দেয় অনুরাগীদের মনে।
তাঁর রোগটা যে বেশ জটিল তা আগেও নিজের সোশ্যাল হ্যান্ডেলে জানিয়েছিলেন ইরফান। গত বছরের শেষে লন্ডন থেকে দেশে ফেরেন তিনি। আর এসেই ফের অভিনয়ে যোগ দেন। মুক্তি পায় তাঁর শেষ ছবি ‘আংরেজি মিডিয়াম’। অনুরাগীদের শুভকামনাতেই যে তিনি ফিরে আসতে পেরেছেন তা বারে বারেই বলেছেন অভিনেতা।
https://www.instagram.com/p/BlphG6KHAXc/?igshid=l01yo33t9agv
দেশে ফিরেও চলছিল ইরফানের চিকিৎসা। এমনকি অসুস্থতার কারনেই ছবির প্রিমিয়ারেও যোগ দিতে পারেননি তিনি। কিন্তু মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় মনের ভাব ব্যক্ত করতেন তিনি। আংরেজি মিডিয়ামের পর একটি কবিতা শেয়ার করেছিলেন ইরফান। এটাই ইনস্টাগ্রামে তাঁর শেষ স্ট্যাটাস।
https://www.instagram.com/p/BghKcfdn3K3/?igshid=5in7p2ae1ubu
অভিনেতার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে। সিনেমা জগতে তাঁর অনুপস্থিতির ক্ষতি অপূরণীয়। তারকারা তো বটেই, তাঁর কোটি কোটি গুণমুগ্ধ আজ শোকস্তব্ধ।
 
			 





 Made in India
 Made in India