বাংলাহান্ট ডেস্ক : জম্মু তাবির (Jammu Tabir)ডিউটিতে থাকা একজন পুলিশ রেলস্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করা লোকদের জন্য গিটার বাজিয়ে ইতিমধ্যেই আলোড়ন ফেলে দিয়েছেন সারা দেশ এখন করোনা আতঙ্কে ভুগছে আরো এরমধ্যে বেশ কিছু ভিডিও আমাদের মনের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। তার মধ্যে একটি হল এই ভিডিও। ভিডিওতে একজন পুলিশ ‘গোলাপী আঁখেন জো তেরি দেখি, শরবি ইয়ে দিল হো গায়া’ গানটি গেয়ে বেশ জনপ্রিয় হয়েছেন। যে পুলিশ অফিসার হাতে গিটার নিয়ে লোকদের জন্য যে গান গাইছিলেন আসলে তিনি ছিলেন জম্মু পূর্ব রেলওয়ের এসডিপিও। গানটি গাইতে গিয়ে এসডিপিওতে লোকজনকে সংক্রমণ সম্পর্কে সচেতন করতে দেখা গেছে। গানটি গাইতে গিয়ে তিনি মাস্ক পরেছিলেন।আর এইটাই ছিলো এই গানের বিশেষত্ব।

ভাইরাল ভিডিও দেখে সবাই বেশ আনন্দিত
রেলস্টেশনে জম্মু পুলিশ আধিকারিকের একটি গান গুনগুন করার পর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অন্যান্য রাজ্য থেকে অভিবাসী কর্মীদের তাদের স্বরাষ্ট্রগুলিতে প্রেরণ করা হচ্ছে। এই উত্তেজনাকর পরিবেশের মধ্যে জম্মু পুলিশ অফিসার এ জাতীয় লোকদের বিনোদন করছে। চারিদিকে করোনা পরিস্থিতিতে সবাই আতঙ্ক এর মধ্যে দিন কাটাচ্ছে আরো এর মধ্যেই এই ভিডিও সবাইকে নতুন করে আশা দেখাচ্ছে ।





Made in India