বাংলা হান্ট ডেস্কঃ খালিস্তান মুভমেন্টের (Khalistan movement) সাথে জড়িত এক জঙ্গিকে পাঞ্জাব পুলিশ (Punjab Police) উত্তর প্রদেশের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড এর সাথে মিলে সংযুক্ত অভিযান চালিয়ে গ্রেফতার করে।
ওই জঙ্গিকে উত্তর প্রদেশের সদর বাজারের থাপনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া জঙ্গির নাম তীরথ সিং বলে জানা যায়।
ইউপি-এর ATS খালিস্তানি জঙ্গি তীরথ সিংয়ের কাছ থেকে ভিন্ডরবালার কিছু পোস্টার আর অন্য নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করেছে। শোনা যাচ্ছে যে, ওই জঙ্গি সোশ্যাল মিডিয়ায় খালিস্তানি মুভমেন্টের সাথে জড়িত ছিল। পাঞ্জাব পুলিশ দীর্ঘদিন ধরেই তাঁকে খুঁজছিল।
আপনাদের জানিয়ে দিই, তীরথ সিং এর বিরুদ্ধে পাঞ্জাবের মোহালিতে মামলা দায়ের আছে। পাঞ্জাব পুলিশ যখন জানতে পারে যে, এই জঙ্গি উত্তর প্রদেশের মেরঠ জেলায় লুকিয়ে আছে তখন ইউপি ATS এর সাহায্য নিয়ে পাঞ্জাব পুলিশ সংযুক্ত অভিযান চালিয়ে এই জঙ্গিকে গ্রেফতার করে।





Made in India