বাংলাহান্ট ডেস্ক: বলিউডে বিশেষ কোনও ছবি তিনি না করলেও যথেষ্ট জনপ্রিয় এই অভিনেত্রী। ১৯২০তে তাঁর অভিনয় দক্ষতা দিয়ে সিনেপ্রেমীদের মন জয় করে নিয়েছিলেন। তারপর পরিণীতি চোপড়া ও সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ‘হাসি তো ফাসি’ ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে। হ্যাঁ ঠিক ধরেছেন আদা শর্মার (Adah sharma) কথাই বলা হচ্ছে।
সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝেই অনুরাগীদের জন্য নানা ছবি ভিডিয়ো শেয়ার করেন তিনি। ফের তাঁর একটি ভিডিও ঝড় তুলেছে নেটদুনিয়ায়।

যোগাতে যে আদা বেশ দক্ষ তা নতুন করে বলে দিতে হয়না। পাশাপাশি জিমন্যাস্টিক্সও তাঁর হাতের মুঠোয়। সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন আদা। সেখানে দেখা যাচ্ছে জিমন্যাস্টিক্সের মতো ভেজা কাপড় মেলছেন তিনি। দিব্যি অবলীলায় কাপড়কে নানচাকুর মতো চালাচ্ছেন তিনি।
https://www.instagram.com/p/CAueHITHett/?igshid=o9dyfo9vicxi
https://www.instagram.com/p/CApGtbsncwh/?igshid=1l91hoet0i2bi
এই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই ১১ লক্ষ ভিউ হয়ে গিয়েছে এই ভিডিওতে। এর আগেও এমন ভিডিও শেয়ার করেছিলেন অভিনেত্রী। বাড়ি বসে থাকলেও ফিটনেস কিন্তু একদমই হারাননি তিনি। একটি ভিডিওতে দেখা গিয়েছিল শরীরচর্চা ও যোগা করতে করতেই ঘর পরিষ্কার করছেন আদা। এক সঙ্গে দিব্যি দুটো কাজই হয়ে যাচ্ছে।
https://www.instagram.com/tv/B9cJfCUnwyI/?igshid=hmjykj433b94
আবার আরেকটি ভিডিওতে দেখা গিয়েছে নিজের পা দিয়ে অসাধারন কেরামতি দেখাচ্ছেন তিনি। ‘ওম শান্তি ওম’ ছবির ‘ম্যায় অগর কহু’ গানের সঙ্গে ভিডিওটি করেছেন অভিনেত্রী।
https://www.instagram.com/p/B_94M59HcgJ/?igshid=1lzxtpd35kqlq
প্রসঙ্গত, বলিউডে তেমন উল্লেখযোগ্য কোনও কাজ না করলেও দক্ষিণে বেশ কয়েকটি জনপ্রিয় ছবিতে কাজ করেছেন আদা। তেলুগু ইন্ডাস্ট্রিতে আদা রীতিমত পরিচিত মুখ। ‘হার্ট অ্যাটাক’ ছবিতে তাঁর অভিনয় আলাদা ভাবে নজর কেড়েছিল সিনেপ্রেমীদের। ২০০৮ সালে অভিনয়ে প্রবেশ করার পর ১৯২০ ছবির জন্য ফিল্মফেয়ার পুরস্কার পান আদা শর্মা।





Made in India