বাংলাহান্ট ডেস্ক: বলিউডে ডিম্পল কাপাডিয়া (dimple kapadia) ও সানি দেওলের (sunny deol) সম্পর্কের কথা অনেকেই জানেন। দীর্ঘদিন ধরে দুজনের সম্পর্ক নিয়ে চর্চা হয়ে এসেছে বিটাউনে। তবে তাঁদের এই সম্পর্কের গুঞ্জনে নতুন করে অগ্নিসঞ্চার হয় ২ বছর আগের এক ঘটনায়।
২ বছর আগে একটি ছবি ব্যাপক ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। ছবিতে দেখা গিয়েছিল লন্ডনের মোনাকো স্টেশনে হাতে হাত দিয়ে বসে ধূমপান করছেন ডিম্পল ও সানি। দুজনের এই ঘনিষ্ঠ মুহুর্ত ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। তখনই একটি প্রশ্ন ফের মাথাচাড়া দিয়ে ওঠে। তাহলে কি দীর্ঘ ৩০ বছর পার করে এখনও বেঁচে রয়েছে সানি ডিম্পলের সম্পর্ক?

হ্যাঁ, দীর্ঘ ৩০ বছর ধরে গোপন সম্পর্কে রয়েছেন সানি দেওল ও ডিম্পল কাপাডিয়া। রাজেশ খান্নার সঙ্গে বিয়ের পর সংসারে মন দেন অভিনেত্রী। কিন্তু দুই মেয়ের জন্মের পর ফের বলিউডে পা রাখেন তিনি। অপরদিকে সানি দেওলও তখন বেশ জাঁকিয়ে বসেছেন। পূজা দেওলের সঙ্গে বিয়েও হয়ে গিয়েছে তাঁর।

তবে সংসার পাতলেও ডিম্পলের সঙ্গে প্রেম ঠিকই বজায় রেখেছিলেন সানি। তবে এই সময় সইফ আলি খানের সদ্য প্রাক্তন স্ত্রী অমৃতা সিং কটাক্ষ করেছিলেন সানিকে। বলিউডে তিনি নিজের ‘কেক’ পেয়ে গিয়েছেন বলে মন্তব্য করেন অমৃতা। তাতে অবশ্য সানি ডিম্পলের সম্পর্ক ভেঙে যাওয়ার বদলে আরও পোক্ত হয়।

বেশ কিছু ছবিতে একসঙ্গে অভিনয় করা তো ছিলই এছাড়া বলিউডের নানা পার্টিতেও দুজনকে দেখা যেতে লাগল একসঙ্গে। এমনকি শোনা যায়, ডিম্পলকে বিয়ে করবেন বলে স্ত্রী পূজাকেও বিচ্ছেদ দেবেন বলে ঠিক করেন সানি। অপরদিকে ডিম্পলের সঙ্গে সম্পর্ক রাখলে দুই সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যাবেন বলে অভিনেতাকে হুমকি দেন পূজা।

এরপরেই সানি ও ডিম্পল ঠিক করেন তাঁদের সম্পর্ককে এবার লুকিয়ে রাখবেন। তবে এই বিষয়ে দুজনের পরিবারের তরফে কোনও কথাই কখনও বলা হয়নি। এমনকি দুবছর আগে সানি ও ডিম্পলকে একত্রে দেখা যাওয়ায় অক্ষয় ও টুইঙ্কলকেও নানান প্রশ্নের সম্মুখীন হতে হয়।

তবে গুঞ্জন শোনা যায় ডিম্পলের দুই মেয়ে টুইঙ্কল ও রিঙ্কি খান্না সানি দেওলকে বড়ে পাপা বলে ডাকতে শুরু করেন। এর ফলে অনেকেই ভাবতে শুরু করেন ডিম্পলের পাশাপাশি টুইঙ্কল ও রিঙ্কির সঙ্গেও ভাল সম্পর্ক রয়েছে সানির।
 
			 





 Made in India
 Made in India