বাংলাহান্ট ডেস্কঃ কিছুদিন আগে দেশজুড়ে টিকটক (tik tok) বর্জন করার দাবি উঠলেও তাতে এই চীনা অ্যাপের জনপ্রিয়তায় একটুও ভাঁটা পড়েনি। প্রতিদিনই একের পর এক ভিডিও ভাইরাল (viral) হয়ে চলেছে এই অ্যাপে। এবার টিকটক করতে গিয়ে কুকুরের কামড় খেল এক তরুণী। পোস্ট করতেই মুহুর্তে ভাইরাল ভিডিও (viral video)।
বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। স্মার্ট ফোনে ধারন যে কোনো ছবি বা ভিডিও সারা বিশ্বের সাথে ভাগ করে নেন নেট পাড়ার বাসিন্দারা। আর সেই ভাইরাল ছবি বা ভিডিও এর জেরেই রাতারাতি তারকা বা খলনায়ক বনে যায় যে কেউ। টিকটক ছাড়া এই মুহুর্তে অনেকেই সময় কাটানোর অন্য উপায় ভাবতে পারেন না৷ তেমনই এক তরুণী এবার টিকটক বানাতে গিয়ে কুকুরের কামড় খেল এক তরুণী। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে তরুণীর দুটি ভিডিও।

ভিডিওটির প্রথমটিতে দেখা যাচ্ছে, তরুণী গানের তালে তালে টিকটকে নাচ করছে। কিন্তু সেই নাচ পছন্দ হয়নি পাশে শুয়ে থাকা এক সারমেয়র। বরং কিছুটা বিরক্ত হয়েই সে মেয়েটিকে কামড়ে দেয়। মেয়েটি প্রথমে কিছুটা হতচকিত হয়ে যায়। কিন্তু তার পরে হুঁশ ফিরতেই দৌড়ে পালায়।
দ্বিতীয় ভিডিও এই ঘটনারই পরবর্তী অংশ। এই ভিডিওটিতে তরুণীকে ঘরে বসে ক্ষতস্থানে ওষুধ লাগাতে দেখা যায়। তারপরে মেয়েটি সামাজিক মাধ্যম ফেসবুকে এসে জানায় ডাক্তার তাকে ৫ টি জলাতঙ্ক এর ইঞ্জেকশন নিতে বলেছে। তার দ্রুত আরোগ্য কামনা করতে বলে ফ্যানদেরও৷ জানা গিয়েছে মেয়েটির নাম প্রিয়া গোলানি।
https://m.facebook.com/story.php?story_fbid=3340625622634442&id=100000611120536&sfnsn=wiwspwa&extid=j28Eb0xELkYCZwES
 
			 





 Made in India
 Made in India